ধবনদের সাজঘর কেমন ছিল ফাইল ছবি
প্রথম সারির বেশিরভাগ ক্রিকেটারই ছিলেন না। মূলত তরুণদের নিয়ে গড়া হয়েছিল দল। তার নেতৃত্ব দিয়েছিলেন তিনি। তাতেই ওয়েস্ট ইন্ডিজকে এক দিনের সিরিজে চুনকাম করে দিয়েছে ভারত। অধিনায়ক হিসাবে তৃপ্ত, আপ্লুত শিখর ধবন। ম্যাচের পর সাজঘরে তাঁর আবেগপূর্ণ ভাষণ ভাইরাল হয়ে গিয়েছে। পিছিয়ে ছিলেন না কোচ রাহুল দ্রাবিড়ও। তরুণদের উদ্দেশে তাঁর বক্তৃতাও মন কেড়ে নিয়েছে অনেকের।
বোর্ডের পোস্ট করা এক ভিডিয়োয় ধবনকে বলতে শোনা গিয়েছে, ‘যারা আমাদের প্রতিনিয়ত খেয়াল রেখেছে, সেই সমস্ত সাপোর্ট স্টাফকে ধন্যবাদ। সতীর্থদের প্রত্যেককে শুভেচ্ছা। ব্যাটিং হোক বা বোলিং, সব বিভাগে আমরা ভাল খেলেছি। সিরিজের আগেই আমরা আলোচনা করেছিলাম, একটা প্রক্রিয়া অনুসরণ করব। তোমরা তরুণ, একটা নির্দিষ্ট লক্ষ্য প্রত্যেকেরই রয়েছে। আজ তোমরা যে জায়গায় দাঁড়িয়ে, তার থেকে আগামিদিনে অনেক ভাল জায়গায় যাবে। সেই দিকে ইতিমধ্যেই এগোনো শুরু করে দিয়েছ। আমার বিশ্বাস, প্রত্যেকে অনেক দূর যাবে।’ এর পরে ধবন বলেন, ‘কথা শেষ করার আগে আমি চাই সবাই একটু উঠে দাঁড়াও। আমরা কারা?’ বাকিরা সমস্বরে চেঁচিয়ে বলে ওঠেন, ‘চ্যাম্পিয়ন্স।’
From The #TeamIndia Dressing Room!
— BCCI (@BCCI) July 28, 2022
Head Coach Rahul Dravid & Captain @SDhawan25 applaud 👏 👏 the team post the 3-0 win in the #WIvIND ODI series. 🗣 🗣
Here's a Dressing Room POV 📽 - By @28anand
P.S. Watch out for the end - expect something fun when Shikhar D is around 😉😁 pic.twitter.com/x2j2Qm4XxZ
তার আগে সবার উদ্দেশে বক্তৃতা দেন দ্রাবিড়। তিনি বলেন, ‘তরুণ দল নিয়ে আমরা খেলতে এসেছিলাম। ইংল্যান্ড সিরিজে যারা খেলেছে তাদের অনেকেই এখানে ছিল না। তা সত্ত্বেও তোমরা যে ভাবে খেলেছ, চাপ সামলেছ, পেশাদারিত্ব দেখিয়েছ, দুটো হাড্ডাহাড্ডি ম্যাচে জিতেছ, সেটা অসাধারণ। শিখর, তুমি খুব ভাল খেলেছ এবং নেতৃত্ব দিয়েছ। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।’