ICC ODI World Cup 2023

শ্রীলঙ্কা ক্রিকেটে আরও নাটক! ভারতের কাছে হারের ধাক্কায় বরখাস্ত বোর্ড ফিরল ২৪ ঘণ্টার মধ্যে

শ্রীলঙ্কার গোটা ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করে দিয়েছিল সে দেশের সরকার। অন্তর্বর্তী বোর্ডের সদস্যদের নামও ঘোষণা করা হয়ে গিয়েছিল। কিন্তু পুরনো বোর্ড আবার দায়িত্বে ফিরল।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৩ ১৮:০৬
odi world cup

শ্রীলঙ্কাকে হারিয়ে হাত মেলাচ্ছেন মহম্মদ সিরাজ (বাঁ দিকে) ও বিরাট কোহলি (ডান দিকে)। তাকিয়ে দেখছেন শ্রীলঙ্কার এক ক্রিকেটার। —ফাইল চিত্র

বিশ্বকাপে ভারতের কাছে ৩০২ রানে হারের ধাক্কার পরে শ্রীলঙ্কার গোটা ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করে দিয়েছিল সে দেশের সরকার। অন্তর্বর্তী বোর্ডের সদস্যদের নামও ঘোষণা করা হয়ে গিয়েছিল। কিন্তু সেই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে পুরনো বোর্ডকে দায়িত্বে ফিরিয়ে এনেছে শ্রীলঙ্কার আদালত।

Advertisement

শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী রোশন রনসিংহে গোটা বোর্ডকে বরখাস্ত করে দেওয়ার পরে সেই বোর্ডের প্রধান শাম্মি সিলভা আদালতে আবেদন করেন। তাঁর অভিযোগ, নিয়মের বাইরে গিয়ে সিদ্ধান্ত নিয়েছেন ক্রীড়ামন্ত্রী। তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগও অস্বীকার করেছেন তিনি। সেই আবেদনের শুনানি শুরু হয়েছে। শুনানি চলাকালীন আপাতত দু’সপ্তাহ পুরনো বোর্ডকেই দায়িত্বে থাকার নির্দেশ দিয়েছে আদালত।

এই নির্দেশের ফলে অর্জুন রনতুঙ্গের নেতৃত্বাধীন অন্তর্বর্তী কমিটি এখন দায়িত্ব নিতে পারবে না। আদালত নির্দেশ দেওয়ার পরেই বোর্ডের বাকি কর্তারা নিজেদের দায়িত্ব বুঝে নিয়েছেন। আপাতত দু’সপ্তাহ তাঁরাই শ্রীলঙ্কা ক্রিকেট চালাবেন। আদালতে শুনানির পরে বোর্ডে বদল হয় কি না সেটাই দেখার।

বিশ্বকাপের আগে থেকে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে দুর্নীতির একের পর এক অভিযোগ উঠেছিল। তার পরেও বিশ্বকাপের কথা মাথায় রেখে সেই কমিটিকে দায়িত্বে রেখে দেওয়া হয়েছিল। কিন্তু বিশ্বকাপে দলের এই খেলা মেনে নিতে পারেননি ক্রীড়ামন্ত্রী। তাই কড়া পদক্ষেপ করেন তিনি। ভারতের কাছে ৩০২ রানে হারার পরেই পুরো বোর্ডকে পদত্যাগ করতে বলেছিলেন রনসিংহে। প্রকাশ্যে ক্ষমা চাওয়ারই নির্দেশ দিয়েছিলেন তিনি। রনসিংহে বলেছিলেন, ‘‘ওরা দুর্নীতি ছাড়া কিছু বোঝে না। দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ওদের উচিত পদত্যাগ করা। শ্রীলঙ্কাবাসীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত ওদের।’’ গত শনিবার থেকে শ্রীলঙ্কার কলম্বোতে রাস্তায় বিক্ষোভ মিছিল বার করেছে ক্ষুব্ধ জনতা। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের দফতরের বাইরেও বিক্ষোভ দেখিয়েছে তারা।

Advertisement
আরও পড়ুন