IPL 2025

আইপিএলের ইতিহাসে মন্থরতম বল? মুম্বই বোলারের বলের গতি ধরতেই পারল না প্রযুক্তি

আইপিএলে জোরে বোলিংয়ের উদাহরণ অনেক রয়েছে। তবে মন্থর বোলিংয়ের নজির খুব বেশি নেই। সেই বিরল কাজই করে দেখালেন মুম্বইয়ের বোলার সত্যনারায়ণ রাজু। কী করেছেন তিনি?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৫ ১৭:৫৯
cricket

গুজরাত ম্যাচের সময় মুম্বইয়ের ক্রিকেটারেরা। ছবি: পিটিআই।

আইপিএলে জোরে বোলিংয়ের উদাহরণ অনেক রয়েছে। তবে মন্থর বোলিংয়ের নজির খুব বেশি নেই। সেই বিরল কাজই করে দেখালেন মুম্বইয়ের বোলার সত্যনারায়ণ রাজু। তাঁর একটি বলের গতি এতটাই কম ছিল যে ‘স্পিডোমিটারে’ ধরাই পড়েনি সেটা।

Advertisement

ঘটনাটি ঘটেছে মুম্বই বনাম গুজরাতের ম্যাচে। গুজরাতের ইনিংসের ১৩তম ওভারে জস বাটলারকে বল করছিলেন রাজু। হাতের পিছন দিক থেকে (ব্যাক অফ দ্য হ্যান্ড) বলটি ছাড়তে গিয়েছিলেন। কিন্তু সময়ের গোলমাল হয়ে যায়। বলটি মাঝ পিচেরও অনেক আগে পড়ে।

ড্রপ খেয়ে ভাসমান অবস্থায় এগিয়ে যেতে থাকে বাটলারের দিকে। অনেক ক্ষণ অপেক্ষা করে সেই বলে ব্যাট চালিয়ে চার রান তুলে নেন বাটলার। তবে ইংরেজ ব্যাটার যদি বলটি ছেড়ে দিতেন তা হলে উইকেট পেরোনোর আগেই সেটি আবার পিচে ড্রপ খেত। সে ক্ষেত্রে আম্পায়ারকে ‘নো বল’ ডাকতে হত। রাজুর সেই ওভারের বাকি বলগুলির গতি দেখানো হলেও, নির্দিষ্ট ওই বলটির গতি স্পিডোমিটারে ধরা পড়েনি। এতেই সমর্থকেরা দাবি তুলেছেন, সেটি আইপিএলের মন্থরতম বল হতে পারে।

শর্ট বলের ক্ষেত্রে অনেক সময় জোরে বোলারেরা হাতের পিছন দিক থেকে বল ছাড়ার চেষ্টা করেন। গতির হেরফের ঘটানোর চেষ্টা করেন। অতীতে ডোয়েন ব্রাভোকে এ ভাবে বল করে ব্যাটারদের বিভ্রান্ত করতে দেখা গিয়েছে। সেটাই করতে গিয়েছিলেন রাজু। তবে সফল হননি।

এ বারই প্রথম আইপিএল খেলছেন রাজু। চেন্নাই ম্যাচে এক ওভার বল করে ১৩ রান দিয়েছিলেন। জায়গা ধরে রাখেন গুজরাত ম্যাচেও। তবে এই ম্যাচে তিন ওভার ৪০ রান দেন।

Advertisement
আরও পড়ুন