Shubman Gill

বাবরের ঘাড়ে নিশ্বাস শুভমনের, বিশ্বকাপের মাঝেই শীর্ষে উঠে আসতে পারেন ভারতীয় ওপেনার

বিশ্বকাপে রান পাচ্ছেন শুভমন। তার সুফল পাচ্ছেন আইসিসির ক্রমতালিকায়। আগামী সপ্তাহে বাবরকে টপকে বিশ্বের এক নম্বর ব্যাটার হয়ে যেতে পারেন ভারতীয় ওপেনার।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৩ ১৮:০৯
picture of Shubman Gill

শুভমন গিল। —ফাইল চিত্র।

বাবর আজ়মের আরও কাছে শুভমন গিল। আগামী সপ্তাহেই এক দিনের ক্রিকেটের ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষে উঠে আসতে পারেন শুভমন। পাকিস্তানের অধিনায়কের থেকে মাত্র ৬ রেটিং পয়েন্ট পিছিয়ে রয়েছেন ভারতীয় ওপেনার। ব্যাটারদের ক্রমতালিকায় প্রথম ১০ জনের মধ্যে রয়েছেন ভারতের আরও দু’জন।

Advertisement

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক দিনের ক্রিকেটের নতুন যে ক্রমতালিকা প্রকাশ করেছে, তাতে ব্যাটারদের তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছেন বাবর। তাঁর সংগ্রহ ৮২৯ রেটিং পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা শুভমন ব্যবধান অনেক কমিয়ে ফেলেছেন। তাঁর রেটিং পয়েন্ট ৮২৩। বিশ্বকাপে তিনটি শতরান করে তৃতীয় স্থানে উঠে এসেছেন কুইন্টন ডিকক। তাঁর রেটিং পয়েন্ট ৭৬৯। চতুর্থ স্থানে উঠে এসেছেন ফর্মে থাকা দক্ষিণ আফ্রিকার হেনরিক ক্লাসেন। তাঁর সংগ্রহ ৭৫৬ রেটিং পয়েন্ট। দু’ধাপ নেমে পঞ্চম স্থানে অস্ট্রেলীয় ওপেনার ডেভিড ওয়ার্নার। তাঁর রেটিং পয়েন্ট ৭৪৭। প্রথম পাঁচে শুভমন ছাড়া আরও এক ভারতীয় আছেন। তিনি বিরাট কোহলি। ওয়ার্নারের সঙ্গে যুগ্মভাবে পঞ্চম স্থানে রয়েছেন কোহলি। তালিকায় অস্টম স্থানে রয়েছেন রোহিত শর্মা। তাঁর সংগ্রহ ৭২৫ রেটিং পয়েন্ট।

বোলারদের তালিকায় শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার জশ হ্যাজ়লউড। তাঁর রেটিং পয়েন্ট ৬৭০। দ্বিতীয় স্থানে আছেন ভারতের মহম্মদ সিরাজ। হায়দরাবাদের জোরে বোলারের সংগ্রহ ৬৬৮ রেটিং পয়েন্ট। প্রথম ১০ জনের মধ্যে রয়েছেন আরও এক জন ভারতীয়। ৬৩২ রেটিং পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছেন কুলদীপ যাদব।

এক দিনের ক্রিকেটে অলরাউন্ডারদের তালিকায় আগের মতোই শীর্ষে রয়েছেন বাংলাদেশের শাকিব আল হাসান। তাঁর রেটিং পয়েন্ট ৩২৪। এই তালিকায় প্রথম ১০ জনের মধ্যে আছেন এক জন ভারতীয়। ২১৯ রেটিং পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছেন হার্দিক পাণ্ড্য।

Advertisement
আরও পড়ুন