shubman gill

Shubman Gill: ভারত ‘এ’ দলের নেতা হচ্ছেন শুভমন, দলে কি বাংলার শাহবাজও

জিম্বাবোয়ে সফর থেকে ফিরেই ভারত ‘এ’ দলের হয়ে নেমে পড়বেন বেশ কিছু ক্রিকেটার। সেই দলের নেতা হতে পারেন শুভমন।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ অগস্ট ২০২২ ১৪:৩২
এ বার নেতা শুভমন

এ বার নেতা শুভমন ফাইল ছবি

কোভিড-পর্ব কাটিয়ে আবার দেখা যাবে ভারত ‘এ’ দলের ম্যাচ। সেপ্টেম্বরে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে ঘরের মাঠে দু’টি ফরম্যাটে সিরিজ খেলতে চলেছে তারা। দু’টি ফরম্যাটেই নেতৃত্ব দিতে পারেন শুভমন। চার দিনের তিনটি ম্যাচ হবে এবং তিনটি এক দিনের ম্যাচ হবে। ভারতের জাতীয় দলে নিয়মিত খেলা বেশ কিছু ক্রিকেটারকে ভারত ‘এ’ দলের হয়ে খেলতে দেখা যাবে।

বিসিসিআই আনুষ্ঠানিক ভাবে এখনও দল ঘোষণা করেনি। তবে ভারত ‘এ’ দলকে নেতৃত্ব দিতে চলেছেন শুভমন গিল। এই প্রথম জাতীয় দলের জার্সি গায়ে নেতৃত্ব দায়িত্ব সামলাতে দেখা যাবে তাঁকে। এখন তিনি জিম্বাবোয়ে সিরিজ খেলতে ব্যস্ত। দেশে ফিরেই ভারত ‘এ’ দলের শিবিরে যোগ দেবেন। জিম্বাবোয়ে সিরিজের দলে থাকা বেশ কিছু ক্রিকেটার সেই দলে থাকবেন।

Advertisement

বেঙ্গালুরুতে চার দিনের ম্যাচগুলি হবে সেপ্টেম্বরে ১-৪, ৮-১১ এবং ১৫-১৮ তারিখে। সীমিত ওভারের ম্যাচগুলি চেন্নাইয়ে ২২, ২৫ এবং ২৭ সেপ্টেম্বর হবে। নিউজিল্যান্ড ‘এ’ দলের অধিনায়ক টম ব্রুস। তাঁদের দলে সাত জন আন্তর্জাতিক ক্রিকেটার থাকবেন।

ভারত ‘এ’ দলে নেওয়া হতে পারে শামস মুলানিকে। মুম্বইয়ের এই ক্রিকেটার গত রঞ্জিতে ছ’বার ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন। ছ’ম্যাচে ৪৫টি উইকেট নিয়ে সবার উপরে শেষ করেন। অনূর্ধ্ব-২৫ সিকে নায়ডু ট্রফিতেও ভাল বল করেছেন। এ ছাড়া রঞ্জি জয়ী মধ্যপ্রদেশের রজত পাটীদারকে দলে নেওয়া হতে পারে। ফাইনালে প্রথম ইনিংসে শতরান করেন। এ ছাড়া প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে আইপিএলের প্লে-অফে শতরান রয়েছে তাঁর।

বাংলার শাহবাজ আহমেদ জিম্বাবোয়ে সফরে ওয়াশিংটন সুন্দরের বদলি হিসাবে গিয়েছেন। তিনিও ভারত ‘এ’ দলে থাকতে পারেন। এ ছাড়া শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ, হনুমা বিহারী, কেএস ভরত, বেঙ্কটেশ আয়ারদের থাকার সম্ভাবনা।

Advertisement
আরও পড়ুন