Virat Kohli

Shreyas Iyer: ম্যাচের আগে দ্রাবিড়, রোহিতদের সাজঘরে কী আলোচনা হয়, ফাঁস করলেন শ্রেয়স

দ্বিতীয় টি২০-তে প্রথমে ব্যাট করে ১৮৩ রান করে শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে রোহিত শর্মা ও ঈশান কিশন রান না পেলেও সঞ্জু স্যামসনের সঙ্গে জুটি বাঁধেন শ্রেয়স। সঞ্জু আউট হলে তার পর রবীন্দ্র জাডেজার সঙ্গে মিলে দলকে জয়ের দিকে নিয়ে যান শ্রেয়স। ৭৪ রান করে অপরাজিত থাকেন তিনি।  

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২২ ১৫:০৯
দলের পরিকল্পনা নিয়ে মুখ খুললেন শ্রেয়স

দলের পরিকল্পনা নিয়ে মুখ খুললেন শ্রেয়স ফাইল চিত্র

শ্রীলঙ্কার বিরুদ্ধে দু’টি টি২০ ম্যাচেই অর্ধশতরান করেছেন তিনি। ব্যাট হাতে দুরন্ত ছন্দে রয়েছেন শ্রেয়স আয়ার। দেখে মনে হচ্ছে টি২০ বিশ্বকাপে ভারতের মিডল অর্ডারে বিরাট কোহলী, সূর্যকুমার যাদবের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে তাঁকে। কিন্তু কী পরিকল্পনা নিয়ে মাঠে নামেন শ্রেয়সরা। ম্যাচের আগে সাজঘরে কী আলোচনা হয়, সে কথা জানালেন শ্রেয়স নিজেই।

দ্বিতীয় টি২০-র পরে শ্রেয়স বলেন, ‘‘আমরা ভবিষ্যতের কথা ভাবি না। বর্তমান নিয়েই পরিকল্পনা করি। ম্যাচের আগে টিম মিটিংয়েও শুধু সে দিনের ম্যাচ নিয়েই আলোচনা হয়। একটা করে ম্যাচ ধরে এগতে চাই আমরা। মাঠে নেমে পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করি। সেটা কাজে লেগেছে বলে জয় এসেছে।’’

Advertisement

শ্রীলঙ্কার বিরুদ্ধে দু’টি ম্যাচেই যথেষ্ট আক্রমণাত্মক ব্যাটিং করেছেন শ্রেয়স। ভয়ডরহীন শট খেলেছেন। তিনি অবশ্য আগে থেকে কিছু ভেবে যাননি। যে রকম বল এসেছে সে রকম খেলেছেন বলে জানান শ্রেয়স। তিনি বলেন, ‘‘খেলতে নেমে দেখলাম বল বিশেষ ঘুরছে না। তাই উইকেট ছেড়ে বেরিয়ে বড় শট খেলার চেষ্টা করি। সেটা কাজে লেগেছে। শ্রীলঙ্কার বোলাররা গায়ে বল করছিল বলে উইকেট থেকে সরে শট খেলছিলোম। এই ধরনের শট খেলতে আমি অভ্যস্ত।’’

দ্বিতীয় টি২০-তে প্রথমে ব্যাট করে ১৮৩ রান করে শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে রোহিত শর্মা ও ঈশান কিশন রান না পেলেও সঞ্জু স্যামসনের সঙ্গে জুটি বাঁধেন শ্রেয়স। সঞ্জু আউট হলে তার পর রবীন্দ্র জাডেজার সঙ্গে মিলে দলকে জয়ের দিকে নিয়ে যান শ্রেয়স। ৭৪ রান করে অপরাজিত থাকেন তিনি।

Advertisement
আরও পড়ুন