শাকিব আল হাসান। —ফাইল চিত্র।
চোট সারিয়ে জাতীয় দলে ফিরলেন শাকিব আল হাসান। আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারেননি তিনি। এক দিনের সিরিজ়ের দলে অভিজ্ঞ অলরাউন্ডারকে রেখেছেন বাংলাদেশের নির্বাচকরা।
টেস্ট শেষ হওয়ার দিনেই আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজ়ের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল বাংলাদেশ। প্রত্যাশা মতোই নেতৃত্ব দেবেন তামিম ইকবাল। প্রতিপক্ষ আফগানিস্তান হলেও দল নিয়ে পরীক্ষার পথে হাঁটেননি বাংলাদেশের নির্বাচকরা। রাখা হয়েছে অভিজ্ঞ শাকিবকেও। পূর্ণশক্তির দল ঘোষণা করেছেন তাঁরা। আঙুলের চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচে খেলতে পারেননি শাকিব। তাঁর পরিবর্তে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন লিটন দাস।
বাংলাদেশ-আফগানিস্তান এক দিনের ম্যাচ সিরিজ় শুরু হবে ৫ জুলাই। দ্বিতীয় এবং তৃতীয় এক দিনের ম্যাচ হবে যথাক্রমে ৮ এবং ১১ জুলাই। এক দিনের সিরিজ়ের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ে মুখোমুখি হওয়ার কথা দু’দেশের। সব ঠিক থাকলে সেই সিরিজ়ে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন শাকিব।
ঘোষিত বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, শাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, আফিফ হোসেন এবং মহম্মদ নঈম।