জিতল বাংলাদেশ। ছবি টুইটার
ইতিহাস তৈরি করল বাংলাদেশ। প্রথম বার দক্ষিণ আফ্রিকার মাটিতে কোনও এক দিনের ম্যাচে জিতল তারা। শুক্রবার সেঞ্চুরিয়নে তারা প্রোটিয়াদের হারিয়ে দিল ৩৮ রানে। দুরন্ত খেলেন শাকিব আল হাসান এবং মেহদি হাসান।
প্রথমে ব্যাট করতে নেমে শুরুটাই ভাল হয় বাংলাদেশের। তামিম ইকবাল এবং লিটন দাসের সৌজন্যে প্রথম উইকেটেই উঠে যায় ৯৫ রান। তামিম ৪৫ এবং লিটন ৫০ করে ফিরে যান। তবে তিনে নামা শাকিব ছিলেন মারমুখী। সাতটি চার এবং তিনটি ছক্কার সাহায্যে ৬৪ বলে ৭৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। পরের দিকে ইয়াসির আলির অর্ধশতরানে ভর করে নির্ধারিত ওভারে সাত উইকেট হারিয়ে ৩১৪ তোলে বাংলাদেশ।
Mehedi strikes again, Killer Miller is Gone 🔥#SAvBAN pic.twitter.com/CYbtI3OQ9C
— Shakil Shahariar (@ShakilShaharia9) March 18, 2022
জবাবে শোরিফুল ইসলাম এবং তাসকিন আহমেদের বোলিংয়ের দাপটে তাসের ঘরের মতো ভেঙে পড়ে দক্ষিণ আফ্রিকার টপ অর্ডার। মাঝে হাল ধরেছিলেন রাসি ভ্যান ডার ডুসেন (৮৬) এবং ডেভিড মিলার (৭৯)। কিন্তু এঁরা দু’জন ফিরতেই রোখা যায়নি বাংলাদেশকে। ২৭৬ রানে প্রোটিয়াদের আউট করে দেয় তারা। মেহদি চারটি এবং তাসকিন তিনটি উইকেট নিয়েছেন।