Serbia

Cricket Viral: উইকেট নিলেই শবাসন করেন জোকোভিচের দেশের বোলার, দেখুন ভিডিয়ো

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২২ জুলাই ২০২২ ২১:০০

ছবি: টুইটার থেকে

সার্বিয়া মানেই নোভাক জোকোভিচ। যিনি টেনিস র‍্যাকেট হাতে বিপক্ষকে ফোরহ্যান্ড, ব্যাকহ্যান্ড মেরে ঘায়েল করেন। একের পর এক গ্র্যান্ড স্ল্যাম জেতেন। সেই দেশ ক্রিকেটও খেলে। আইসিসি-র পোস্ট করা একটি ভিডিয়োতে সার্বিয়ার এক বোলারের কাণ্ড দেখে অবাক ক্রিকেট বিশ্ব।

আইসিসি-র পোস্ট করা ভিডিয়োতে দেখা যাচ্ছে সার্বিয়ার বোলার আয়য়ো মেনে-জেগি উইকেট নিচ্ছেন। প্রতিটি উইকেট নেওয়ার পরেই তিনি ডিগবাজি খেয়ে মাটিতে শুয়ে পড়ছেন। অনেকে তাঁর এই উৎসবের ভঙ্গিকে বলছেন, “শবাসন উৎসব।” আইল অব মানের বিরুদ্ধে উইকেট নিয়ে এই উৎসব করেন মেনে-জেগি।

Advertisement

মেনে-জেগি জন্ম সূত্রে নাইজেরিয়ার ক্রিকেটার। সে দেশের হয়েও ক্রিকেট খেলেছেন তিনি। এখন সার্বিয়ার হয়ে খেলেন মেনে-জেগি। একটি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয় দুই দেশ। সেখানেই এমন উৎসব করতে দেখা গিয়েছে মেনে-জেগিকে।

Advertisement
আরও পড়ুন