ছিটকে গেলেন জাডেজা। —ফাইল চিত্র
চোটের জন্য প্রথম দু’টি এক দিনের ম্যাচে খেলতে পারবেন না রবীন্দ্র জাডেজা। জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ডান পায়ের হাঁটুতে চোট পেয়েছেন জাডেজা। সেই কারণেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম দুই ম্যাচে খেলতে পারবেন না তিনি।
বৃহস্পতিবার রাতেই জাডেজার চোটের খবর ছড়িয়ে পড়ে। সংশয় তৈরি হয় তাঁর খেলা নিয়ে। শুক্রবার সেটাই সত্যি হল। বোর্ডের তরফে টুইটে লেখা হয়, ‘ডান পায়ের হাঁটুতে চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম দু’টি এক দিনের ম্যাচে খেলতে পারবেন না ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। বোর্ডের চিকিৎসকরা তাঁকে দেখছেন। তৃতীয় এক দিনের ম্যাচে তিনি খেলবেন কি না, তা পরে জানানো হবে।’
Team India all-rounder Mr. Ravindra Jadeja has sustained an injury to his right knee and has been ruled out of the first two ODIs against West Indies.
— BCCI (@BCCI) July 22, 2022
The BCCI Medical team is monitoring his progress and a decision on his participation in the third ODI will be taken accordingly.
শুক্রবার প্রথম এক দিনের ম্যাচে খেলতে নেমেছে ভারত। পোর্ট অব স্পেনের মাঠে মুখোমুখি ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছেন ক্যারিবিয়ান অধিনায়ক নিকোলাস পুরান।