রোহিত শর্মা। — ফাইল চিত্র।
বোর্ডের আপত্তিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচগুলি দুবাইয়ে দিয়েছে আইসিসি। তবে অধিনায়ক রোহিত শর্মা যাতে প্রতিযোগিতা শুরুর আগে ‘ক্যাপ্টেন্স ফোটোশুটে’ লাহোরে হাজির থাকেন, তার জন্য চেষ্টা করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেখানেও আপত্তি রয়েছে বিসিসিআইয়ের। ফলে রোহিত যে পাকিস্তানে যাবেন না, তা এক রকম নিশ্চিত।
আইসিসি-র যে কোনও প্রতিযোগিতার আগেই সব দলের অধিনায়কদের নিয়ে একটি সাংবাদিক বৈঠক এবং ফোটোশুটের আয়োজন করা হয়ে থাকে। ভারতে বিশ্বকাপ হওয়ার সময় পাকিস্তানের অধিনায়ক বাবর আজ়ম হাজির ছিলেন। কিন্তু রোহিতকে পাকিস্তানে যেতে দিতে নারাজ ভারতীয় বোর্ড।
বরং বোর্ড বেশ আত্মবিশ্বাসী এটা ভেবে যে, আইসিসি সাংবাদিক বৈঠক এবং ফোটোশুট দুবাইয়েই করবে। এক বোর্ডকর্তা বলেছেন, “আইসিসি ইতিমধ্যেই আমাদের দাবি মেনে পাকিস্তানে ম্যাচ না দিয়ে তা দুবাইয়ে সরিয়ে নিয়ে গিয়েছে। তাই এটাও আমাদের কাছে খুব বড় ব্যাপার নয়।”
সমস্যা শুধু এখানেই নয়, ভারতের জার্সিতে পাকিস্তানের নাম লেখা চ্যাম্পিয়ন্স ট্রফি লাগানো নিয়েও ঝামেলা বেধেছে। ভারত এই লোগো জার্সিতে লাগাতে রাজি নয়। পাকিস্তানের সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এক কর্তা বলেছিলেন, “বিসিসিআই ক্রিকেটের মধ্যে রাজনীতি নিয়ে আসছে। এটা খেলার জন্য ভাল নয়। ওরা পাকিস্তানে আসতে চায়নি। অধিনায়ককেও ছবি তোলার জন্য পাঠাতে রাজি নয়। এখন শুনছি, জার্সিতে পাকিস্তানের নামও রাখতে চাইছে না। আশা করব আইসিসি এমনটা হতে দেবে না।”
তবে কাজটা এতটা সহজ হবে না। কারণ আইসিসি-র এক কর্তা পাকিস্তানের এক সংবাদমাধ্যমে বলেছেন, “জার্সিতে প্রতিযোগিতার লোগো রাখা প্রতিটা দেশের দায়িত্ব। এই নিয়ম অংশগ্রহণকারী প্রতিটা দেশ মানতে বাধ্য।” শোনা যাচ্ছে, ভারত যদি চ্যাম্পিয়ন্স ট্রফির লোগো জার্সিতে না রাখে তা হলে কড়া শাস্তি দেওয়া হতে পারে। যদিও আইসিসি সরকারি ভাবে কোনও বিবৃতি দেয়নি। পাকিস্তান বোর্ডও জানিয়েছে, ভারত যে লোগো লাগাবে না জার্সিতে, এমন কোনও তথ্য তাদের কাছে নেই।