ICC ODI World Cup 2023

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন পেসার, না তিন স্পিনার? দল কী হবে, ইঙ্গিত দিলেন ভারত অধিনায়ক রোহিত

ভারতের প্রথম একাদশ কেমন হবে সে দিকেই নজর রয়েছে ক্রীড়াপ্রেমীদের। রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে একটি ইঙ্গিত দিয়ে রাখলেন রোহিত শর্মা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৩ ১৮:৩৬
Rohit Sharma

রোহিত শর্মা। —ফাইল চিত্র

বিশ্বকাপে ভারতের প্রথম একাদশ কেমন হবে সে দিকেই নজর রয়েছে ক্রীড়াপ্রেমীদের। রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে একটি ইঙ্গিত দিয়ে রাখলেন রোহিত শর্মা। ভারত অধিনায়কের মতে, অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য থাকায় দলে অতিরিক্ত স্পিনার খেলানোর সুবিধা রয়েছে তাঁদের।

Advertisement

ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে ভারতের বোলিং আক্রমণ নিয়ে রোহিতকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘আমাদের সুযোগ রয়েছে তিন স্পিনার খেলানোর। তার একমাত্র কারণ হার্দিক। ও থাকায় এক জন জোরে বোলার কম খেলাতে হচ্ছে। ও এক জন পেসারের কাজ করে দিচ্ছে। যথেষ্ট গতিতে বল করছে। নতুন বল, পুরনো বল দু’ক্ষেত্রেই হার্দিক গুরুত্বপূর্ণ। ও থাকায় চেন্নাইয়ে তিন স্পিনার খেলাতে পারি।’’

বিশ্বকাপের গ্রুপ পর্বে ন’টি ম্যাচ খেলতে হবে রোহিতদের। তার পরে ফাইনালে উঠলে আরও দু’টি ম্যাচ থাকবে। ভারতের প্রথম একাদশে খুব বেশি বদল হবে না বলেই জানিয়েছেন রোহিত। ভারত অধিনায়ক বলেন, ‘‘আমরা দলে খুব একটা বেশি বদল করব না। দলের আট থেকে ন’জন ক্রিকেটার একই থাকবে। প্রতিপক্ষ ও মাঠ দেখে বাকি দু-তিন জনকে বদল করা হবে। আমি চাই না, দলে বেশি বদল করে ভারসাম্য নষ্ট হোক। ক্রিকেটারদের ভরসা দিতে চাই। যত খেলবে তত আত্মবিশ্বাস বাড়বে ওদের।’’

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

দলের ক্রিকেটারদের মধ্যে কার কী দায়িত্ব সেটা সবাইকে বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রোহিত। তাঁর কথায়, ‘‘বিশ্বকাপে দল হিসাবে খেলতে চাই। আর দলে প্রত্যেকের সমান গুরুত্ব রয়েছে। সবার আলাদা আলাদা ভূমিকা রয়েছে। কাকে কী করতে হবে, তা বুঝিয়ে দেওয়া হয়েছে। সবাই নিজেদের দায়িত্ব নিয়ে ওয়াকিবহাল। সেই অনুযায়ী খেলবে ওরা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement