Face Mask Using Tips

ত্বকে ঔজ্জ্বল্য ধরে রাখতে মাস্ক ব্যবহার করছেন, কিন্তু তার নিয়মবিধি জানা আছে তো?

ত্বক ভাল রাখতে যেমন নিয়মিত পরিচর্যা প্রয়োজন, তেমনই দরকার বাড়তি যত্ন। ত্বকের বাড়তি যত্নেই ব্যবহার করা হয় মাস্ক।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৪ ১৭:১৫
মুখে মাস্ক মাখলেই হল না, তারও প্রস্তুতি প্রয়োজন।

মুখে মাস্ক মাখলেই হল না, তারও প্রস্তুতি প্রয়োজন। ছবি: ফ্রিপিক।

বাইরে বেরোলেই রোদের তাপ, ধুলো-ধোঁয়া, দূষণ। তার উপরে মরসুম বদলের প্রভাবও পড়ে ত্বকে। ফলে স্বাভাবিক ঔজ্জ্বল্য হারায় ত্বক। বিভিন্ন সমস্যাও দেখা যায়। ত্বক ভাল রাখতে যেমন নিয়মিত পরিচর্যা প্রয়োজন, তেমনই দরকার বাড়তি যত্ন। ত্বকের বাড়তি যত্নেই ব্যবহার করা হয় মাস্ক।

Advertisement

মাস্ক কি?

এটি হল ঘন কাদার মতো মিশ্রণ, যা বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি।

বাজারচলতি মাস্ক যেমন রয়েছে, তেমনই ঘরোয়া ভাবেও তা তৈরি করা যায়। ত্বক নিয়ে চর্চাকারীরা বলছেন, ত্বকের ধরন এবং সমস্যা অনুযায়ী তা বেছে নিতে হবে। ব্রণ হলে এক রকম মাস্ক আবার শুষ্ক ত্বকের জন্য এক রকম।

তবে যে মাস্কই বেছে নিন না কেন, তা ব্যবহারেরও পদ্ধতি রয়েছে। তাতে ভুল হলে, অধরা থেকে যেতে পারে কাঙ্ক্ষিত লক্ষ্যলাভ।

ক্লিনজ়িং এবং এক্সফোলিয়েশন

মাস্ক ব্যবহারের আগে কিন্তু ত্বকের প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ময়লা মুখে মাস্ক ব্যবহার অনুচিত। তাই শুরুটা করতে হবে ক্লিনজ়িং-এর মাধ্যমে। মাস্ক ত্বকের গভীরে গিয়ে কাজ করে। সে জন্য প্রয়োজন উন্মুক্ত রন্ধ্রের। এই কাজটি হয় এক্সফোলিয়েশনের মাধ্যমে। ত্বকের উপরভাগে জমে থাকা ময়লা, তেল, মৃত কোষ, যা ক্লিনজ়িং-এ পরিষ্কার হয় না, তা সরিয়ে দিতে পারে স্ক্রাবার। স্ক্রাবার ভিজে মুখে লাগিয়ে নিয়ে আঙুলের সাহায্যে গোল গোল করে মালিশ করতে হবে। তার পর ধুয়ে ফেলতে হবে ঈষদুষ্ণ জলের সাহায্যে।

ফেস মাস্ক: মাস্ক তৈরির পর মুখে ভাল করে মেখে নিন। হাত দিয়ে মাখতে হলে, অবশ্যই পরিষ্কার থাকা দরকার। চোখের চারপাশের ত্বক স্বর্শকাতর হয়। তাই চোখ এবং ঠোঁট বাদ দিয়ে মাস্ক ব্যবহার করা উচিত। মাস্ক মেখে কথা বলা একেবারে বন্ধ। কাজকর্ম বাদ দিয়ে এই সময়টায় চাপমুক্ত থাকুন। পছন্দের গান বা মৃদু কোনও সুর চালিয়ে আরাম করুন।

কত ক্ষণ রাখবেন?

এক একজনের ত্বক এক এক রকম। এ ছাড়া পরিবেশের উপরেও নির্ভর করে মাস্কটি কত ক্ষণে শুকোবে। সাধারণত ১০-১৫ মিনিট ত্বকে রাখতে বলা হয়। মোটামুটি যত ক্ষণ না এটি হালকা ভাবে শুকিয়ে যাচ্ছে, তত ক্ষণ রাখতে পারেন।

মাস্ক তোলার পদ্ধতি?

মাস্ক ত্বকের সঙ্গে বেশ শক্ত হয়ে কামড়ে যায়। প্রথমে ঈষদুষ্ণ জলের ঝাপটা দিন মুখে, ঘাড়ে এবং গলায়। তার পর আঙুলের সাহায্যে গোলাকারে হালকা ভাবে ঘষতে থাকুন। এতে মাস্ক নরম হয়ে যাবে। তার পর জলের ঝাপটা দিয়ে ধুয়ে নরম তোয়ালে দিয়ে জল মুছে নিন।

ময়েশ্চারাইজ়ার

মাস্ক ব্যবহারের পর সিরাম বা ময়েশ্চারাইজ়ার কোনও একটি ব্যবহার করুন ত্বকের ধরন অনুযায়ী।

আরও পড়ুন
Advertisement