Neeraj Chopra

রাগ কিছুতেই কমছে না নীরজের, চিনের বিরুদ্ধে একের পর এক বেনিয়মের অভিযোগ

এশিয়ান গেমসে নীরজ চোপড়া জ্যাভলিনে ভারতকে এনে দিয়েছেন পদক। কিন্তু তার পরেও রাগ কমছে না তাঁর। চিনের বিরুদ্ধে বেশ কয়েকটি বেনিয়মের অভিযোগ করেছেন ভারতের সোনার ছেলে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৩ ১৭:৫১
Neeraj Chopra

এশিয়ান গেমসে জ্যাভলিনে সোনা জয়ের পথে নীরজ চোপড়া। ছবি: রয়টার্স

এ বারও এশিয়ান গেমসে সোনা জিতেছেন নীরজ চোপড়া। জ্যাভলিনে ভারতকে এনে দিয়েছেন পদক। কিন্তু তার পরেও রাগ কমছে না নীরজের। কারণ, জ্যাভলিনের ফাইনালে নীরজের প্রথম থ্রো হিসাব করা হয়নি। যান্ত্রিক সমস্যার কথা বলে তাঁকে আরও এক বার ছুড়তে বলা হয়। শুধু নীরজ নয়, বেশ কয়েক জন ভারতীয় অ্যাথলিটের সঙ্গে বেনিয়ম হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

Advertisement

এ বারের এশিয়ান গেমসে ভারতের অ্যাথলিটেরা যে রকম পারফর্ম করেছেন তাতে খুশি নীরজ। তিনি বলেন, ‘‘আমরা অনেক উন্নতি করেছি। গোটা বিশ্ব বুঝতে পেরেছে যে ভারতীয় অ্যাথলিটেরা এখন কোন জায়গায় আছে। বিশ্ব চ্যাম্পিয়নশিপ, ডায়মন্ড লিগের পর এ বার এশিয়ান গেমসেও সোনা জিতেছি। আমি খুব খুশি। তবে বাকি অ্যাথলিটেরা যে ভাবে দেশকে গর্বিত করেছে তাদের জন্যও আমি খুব খুশি।’’

তবে নীরজের প্রথম থ্রো হিসাব করা হয়নি। সেই থ্রো বেশ ভাল করেছিলেন নীরজ। কিন্তু তা হিসাব না হওয়ায় হতাশ হয়েছিলেন তিনি। নীরজ বলেন, ‘‘আমার প্রথম থ্রো হিসাব না হওয়ায় আমি খুব হতাশ হয়েছিলাম। খুব রাগ হয়েছিল। কারণ, আমার প্রথম থ্রো সব সময় ভাল হয়। এমন তো নয় চিনে প্রথম বার এই প্রতিযোগিতা হচ্ছে। এ রকম হওয়া উচিত নয়।’’

জ্যাভলিনে রুপো জিতেছেন নীরজের সতীর্থ কিশোর জেনা। কিন্তু তাঁর সঙ্গেও বেনিয়ম হয়েছে বলে মনে করেন নীরজ। তিনি বলেন, ‘‘কিশোর কী ভুল করেছিল? প্রথমে বলা হয়েছিল, ও দাগ পেরিয়ে গিয়েছে। কিন্তু ও রেফারির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করার পরে সিদ্ধান্ত বদল করা হয়। মহিলাদের ১০০ মিটার হার্ডলসে জ্যোতিকে ডিসকোয়ালিফাই কেন করা হল? এগুলো সব ভুল সিদ্ধান্ত। আমি ওদের পাশে আছি।’’

চিন নীরজকে আটকানোর চেষ্টা করেছিল বলে অভিযোগ করেছেন ভারতের প্রাক্তন অ্যাথলিট অঞ্জু ববি জর্জ। তাঁর অভিযোগ, ইচ্ছা করে ভারতীয়দের আটকানোর চেষ্টা করা হচ্ছে। চিন চক্রান্ত করে এ সব করছে বলে অভিযোগ করেছেন তিনি। এ বার এশিয়ান গেমসে ১০০ পদক ছাপিয়ে গিয়েছে ভারত। এশিয়ান গেমসের ইতিহাসে এই প্রথম ১০০-র বেশি পদক জিতল ভারত।

আরও পড়ুন
Advertisement