ICC ODI World Cup 2023

কোহলিকে শতরান পাইয়ে দেওয়া রাহুলের নামারই কথা ছিল না বাংলাদেশ ম্যাচে, কেন?

বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে শতরান করেছেন বিরাট কোহলি। সেই শতরান হত না কেএল রাহুল উল্টো দিকে না থাকলে। অথচ সেই রাহুলের নাকি পাঁচ নম্বরে নামার কথাই ছিল না।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২৩ ১৮:৫৭
cricket

কেএল রাহুল (বাঁ দিকে) এবং বিরাট কোহলি। ছবি: পিটিআই।

বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে শতরান করেছেন বিরাট কোহলি। শেষ মুহূর্ত পর্যন্ত শতরানের জন্যে অপেক্ষা করতে হয়েছে। সেই শতরান হত না কেএল রাহুল উল্টো দিকে না থাকলে। অথচ সেই রাহুলের নাকি পাঁচ নম্বরে নামার কথাই ছিল না। রোহিত শর্মা চেয়েছিলেন অন্য এক সতীর্থ নামুন। শেষ পর্যন্ত তা হয়নি।

Advertisement

ম্যাচের পর সাজঘরে এই রহস্যের খোলসা হয়েছে। ভারতের প্রতিটি ম্যাচ শেষ হওয়ার পরেই কোনও না কোনও ক্রিকেটারকে সাজঘরের অন্দরের পরিবেশ তুলে ধরতে দেখা যাচ্ছে। বৃহস্পতিবার সেই দায়িত্ব ছিল শুভমন গিলের। তিনি প্রথমে রোহিতের সঙ্গে কথা বলতে শুরু করেন।

সেখানেই শুভমনকে রোহিত বলেন, “যে বলে শ্রেয়স আউট হল তার আগেই আমি শার্দূলকে তৈরি থাকতে বলেছিলাম। ওকে বলেছিলাম, ‘শার্দূল, এর পরে তুমিই নামবে।’ কিন্তু শ্রেয়স পরের বলটাতেই আউট হয়ে যায়। শার্দূল তৈরি হওয়ার আগেই ব্যাট করতে নেমে পড়ে রাহুল।”

শার্দূল মহারাষ্ট্রের ছেলে। আরও বেশি করে পুণের ছেলে। তাই ঘরের মাঠের দর্শকেরা তাঁর খেলা দেখার জন্যে মুখিয়ে ছিলেন। শুভমন সেই নিয়ে প্রশ্ন করতেই রোহিতের উত্তর, “ওরা নিশ্চয়ই কোনও দিন শার্দূলের খেলা দেখতে পাবেন। শার্দূল বড় ম্যাচের খেলোয়াড়।”

Advertisement
আরও পড়ুন