Rohit Sharma

India vs West Indies: সিরিজ জয় নিশ্চিত করে সতীর্থদের প্রশংসা রোহিতের মুখে

রোহিত জানিয়েছেন, একটা বা দু’টো ম্যাচ দেখে কারও সম্পর্কে সিদ্ধান্ত নিতে চান না। কারণ, তাতে দক্ষতা কমে যায় না। সকলকে পর্যাপ্ত সুযোগ দিতে চান।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২২ ১২:০৪
সতীর্থদের প্রশংসায় রোহিত।

সতীর্থদের প্রশংসায় রোহিত। ফাইল ছবি।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করে ফুরফুরে মেজাজে ভারতীয় ক্রিকেট দল। শনিবার ফ্লরিডায় সিরিজের চতুর্থ ম্যাচে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ৫৯ রানে জয় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন ভারতের তরুণ বোলাররা। ম্যাচের পরেও রোহিত শর্মা মুখে শোনা গিয়েছে আবেশ খান, অর্শদীপ সিংহদের প্রশংসা।

এর আগে তেমন ভাল পারফরম্যান্স করতে পারেননি আবেশ। তবু দলের তরুণ সদস্যের উপর আস্থা হারাননি অধিনায়ক রোহিত। আইপিএলে নজরকাড়া তরুণকে সুযোগ দিয়েছেন। রোহিত বলেছেন, ‘‘আবেশ প্রতিভাবান। সেটা আমাদের বুঝতে হবে। একটা বা দু’টো ম্যাচে কারও পারফরম্যান্স ভাল না হতেই পারে। তাতে দক্ষতা কমে যায় না। আমরা সকলকে যথেষ্ট সুযোগ দিতে চাই। শনিবারের পরিবেশ এবং নিজের উচ্চতা দারুণ ভাবে কাজে লাগিয়েছে আবেশ। ওকে দেখে সত্যিই বেশ ভাল লাগছিল।’’

Advertisement

টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমে ব্যাট করে ১৯০ বা তার বেশি রান করতে পারা বেশ ভাল বলেই মনে করেন রোহিত। দলের সব বিভাগের পারফরম্যান্সই খুশি করেছে তাঁকে। রোহিত বলেছেন, ‘‘আমরা যে ভাবে ম্যাচটা খেলতে চেয়েছিলাম, মনে হয় সে ভাবেই খেলতে পেরেছি। আবহাওয়া তেমন ভাল ছিল না। তা-ও আমরা ভাল রান করতে পেরেছি। ব্যাটিং নিয়ে কিছু পরিকল্পনা ছিল আমাদের। সেগুলো ঠিক ভাবে প্রয়োগ করতে পেরেছি আমরা। উইকেট খুব মন্থর ছিল। আমাদের বোলাররা সেই সুযোগটাই কাজে লাগিয়েছে।’’

১৯১ রান করার পরেও রোহিত দলকে সতর্ক থাকার কথা বলেছিলেন। তবে কি জয় নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন না? ভারতীয় দলের অধিনায়ক বলেছেন, ‘‘আমরা ভাল রানই করেছিলাম। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং শক্তি বেশ ভাল। নিশ্চিত থাকা যায় না। কোনও রানই নিরাপদ নয় ওদের বিরুদ্ধে। আমরা ভাল ক্রিকেট খেলেই ম্যাচটা জিতেছি। ব্যাটার এবং বোলাররা ভাল পারফরম্যান্স করেছে। বিপক্ষের উইকেটগুলো নিয়মিত তুলে নিতে পেরেছি আমরা।’’

ফ্লরিডার মাঠে দর্শকের ভিড় দেখে উচ্ছ্বসিত রোহিত। তীব্র গরমে বসে খেলা দেখার জন্য এবং তাঁদের সমর্থন করার জন্য দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

আরও পড়ুন
Advertisement