Virat Kohli

Rohit Sharma-Virat Kohli: ‘ওকে নিয়ে কথা বলা বন্ধ করুন, সব ঠিক হয়ে যাবে’, বিরাটের পাশে দাঁড়িয়ে বললেন রোহিত

চতুর্দিক থেকে ভেসে আসা এই বাউন্সার এত দিন একাই সামলে আসছিলেন বিরাট। এ বার তিনি পাশে পেয়ে গেলেন তাঁর নতুন অধিনায়ককে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২২ ০৬:৩১
একাগ্র: ইডেনে বিরাটের অনুশীলন। মঙ্গলবার।

একাগ্র: ইডেনে বিরাটের অনুশীলন। মঙ্গলবার। ছবি: সুদীপ্ত ভৌমিক।

দু’হাতে দু’টো ব্যাট। পিঠে কিটব্যাগ। ধীরে ধীরে মাঠ ছাড়ছেন তিনি।

মঙ্গলবার ইডেনে অনুশীলন শেষ করে ফেরার এই ছবিটাই নিজের টুইটারে তুলে ধরেছেন বিরাট কোহলি। সঙ্গে আরও একটা ছবি। যেখানে দেখা যাচ্ছে গোল করে দাঁড়িয়ে ভারতীয় ক্রিকেটারেরা। আর কোচ রাহুল দ্রাবিড়ের পাশে দাঁড়িয়ে তাঁর বক্তব্য শুনছেন বিরাট।

Advertisement

কোনও অনুচ্চারিত শপথ কি ধ্বনিত হচ্ছে ওই নির্বাক ছবির মধ্য দিয়ে?

গত কয়েক মাস ধরে নানা ভাবে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন বিরাট। কখনও অধিনায়কত্ব নিয়ে বিতর্কে, কখনও বা ছন্দে না থাকার কারণে। বার বার করে আঙুল তোলা হচ্ছে একটা দিকে। মনে করিয়ে দেওয়া হচ্ছে, গত দু’বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে কোনও সেঞ্চুরি আসেনি তাঁর ব্যাট থেকে।

চতুর্দিক থেকে ভেসে আসা এই বাউন্সার এত দিন একাই সামলে আসছিলেন বিরাট। এ বার তিনি পাশে পেয়ে গেলেন তাঁর নতুন অধিনায়ককে। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে এসে রোহিত শর্মা পরিষ্কার জানিয়ে দিলেন, বিরাটকে নিয়ে চারদিকে যে আলোচনা চলছে, তার শেষ চান তিনি। প্রচারমাধ্যমের কাছে ভারত অধিনায়কের বার্তা, আপনারা বিরাটকে নিয়ে কথা বন্ধ করুন। বিরাটকে একা থাকতে দিন।

গত দু’বছর ধরে সেঞ্চুরি খরা চলার পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সদ্য সমাপ্ত ওয়ান ডে সিরিজ়েও রান পাননি ভারতের প্রাক্তন অধিনায়ক। এই মুহূর্তে বিরাটকে নিয়ে কতটা চিন্তিত ভারতীয় শিবির? সতীর্থকে মানসিক ভাবে চাঙ্গা করতে অধিনায়ক রোহিতের ভূমিকাটাই বা এখন কী?

এই প্রশ্নের জবাবে রোহিতের দিক দিয়ে পাল্টা তির ধেয়ে আসে। প্রচারমাধ্যমের উদ্দেশে পরিষ্কার বলে দেন, ‘‘সব কথা শুরু হয় মিডিয়ার দিক দিয়েই।’’ এর পরে তাঁর পূর্বসূরির পাশে দাঁড়িয়ে রোহিত বলে চলেন, ‘‘প্রচারমাধ্যমে যদি বিরাট কোহলিকে নিয়ে কথা বলা বন্ধ হয়, তা হলে সব কিছু ঠিক হয়ে যাবে। আপনাদের দিক দিয়ে কথা বলা বন্ধ করুন। দেখবেন, সব আগের মতো হয়ে যাবে।’’

সে ভাবে রানের মধ্যে না থাকলেও বিরাট যে চাপে নেই, তা পরিষ্কার করে দিচ্ছেন রোহিত। ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজ় শুরুর আগের দিন বিরাট নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলে গেলেন, ‘‘ও মানসিক ভাবে খুব ভাল জায়গায় আছে। এক যুগেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে বিরাট। ও ভালই জানে কী ভাবে চাপ সামলাতে হয়।’’ এর পরে সাংবাদিকদের উদ্দেশে রোহিতের বাক্যবাণ, ‘‘আমার মনে হয়, সব কিছু আপনাদের দিক থেকেই শুরু হয়। তাই আপনারা চুপ থাকলে সব কিছু ঠিক থাকবে।’’

দু’দিন ধরে ইডেনের অনুশীলনে নিজেকে ডুবিয়ে রেখেছেন বিরাট। এ দিন তাঁকে দেখা যায় তিনটে নেটে ব্যাটিং অনুশীলন করতে। প্রথমে পেস বোলারদের বিরুদ্ধে। পরে স্পিনারদের নিয়ে আলাদা করেও অনুশীলন করেন বিরাট। যেখানে বড় শট খেলতে দেখা যায় তাঁকে। বেশ কয়েকটা ছয়ও মারেন তিনি। যা দেখে মনে হতে পারে, নিজেকে ‘টি-টোয়েন্টি মোড’-এ নিয়ে
আসছেন বিরাট।

এর আগে ওয়ান ডে সিরিজ়ের শেষেও বিরাটের ফর্ম নিয়ে প্রশ্ন করা হয়েছিল রোহিতকে। যার জবাবে ঠাট্টা করে রোহিত বলেছিলেন, ‘‘বিরাট কোহলির আত্মবিশ্বাস বাড়ানোর দরকার আছে? কী বলছেন আপনারা!’’

রোহিত না চাইলেও প্রচারের সার্চলাইট কিন্তু টি-টোয়েন্টি সিরিজ়েও বিরাটের উপরেই থাকবে।

Advertisement
আরও পড়ুন