আউট হয়ে ফিরছেন রোহিত শর্মা। ছবি: পিটিআই।
প্রথম ইনিংসে যাঁর বলে আউট হয়েছিলেন সেই উমর নাজিরকে পরিচিত ঢঙে পুল করে ছয় মারলেন। অনায়াসে মাঠের বাইরে পাঠালেন আকিব নবি এবং যুধবীর সিংহের বলকেও। ঠিক যখন মনে হয়েছে পুরনো ফর্মে ফিরছেন, তখনই আউট হলেন রোহিত শর্মা। ২৮ রানের বেশি করতে পারলেন না। ব্যর্থ হয়েছেন যশস্বী জয়সওয়াল এবং শ্রেয়স আয়ারও।
এক দশক পর রঞ্জি ট্রফিতে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসেও খারাপ দশা কাটল না রোহিতের। প্রথম ইনিংসে ১৯ বলে ৩ রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসে রান একটু বাড়ল। তবে বড় রান এল না। লাল বলের ক্রিকেটে দীর্ঘ দিন ধরেই খারাপ ফর্মে রয়েছেন। তা কাটল না ঘরোয়া ক্রিকেটেও।
চতুর্থ ওভারেই নাজিরকে ক্যাচ দিয়েছিলেন রোহিত। তবে ফলো থ্রু-তে সেই ক্যাচ ধরতে পারেননি জম্মু ও কাশ্মীরের বোলার। তার পরেই পুল করে নাজিরকে ছয় মারেন তিনি। গালি এবং দ্বিতীয় স্লিপের মাঝ দিয়ে একটি শট চার হয়ে যায়। পরের বলে অফসাইড দিয়ে আরও একটি চার মারেন।
এক রানের মাথায় ক্যাচ ফেলার পর দ্রুত ১১ বলে ২১ রান তুলে ফেলেন রোহিত। তবে কয়েকটি বলে শট খেলতে গিয়েও মিস্ করেন। দ্বিতীয় দিনের উইকেটে কোনও স্যাঁতসেঁতে ভাব নেই। তাই জম্মু ও কাশ্মীরের বোলারদের বেশ পরিশ্রম করতে হচ্ছিল। তবে যুধবীরের বলে এক হাতে ক্যাচ নেন আবিদ মুস্তাক।
রোহিতের থেকে একটু বেশি সময় ক্রিজ়ে ছিলেন যশস্বী। তবে ৫১ বলে ২৬ রানের বেশি করতে পারেননি তিনি। যশস্বীকেও তুলে নেন যুধবীর। শ্রেয়স ১৭ রান করেছেন।