India vs South Africa

৪ নজির: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে কী কী কীর্তি গড়ল সূর্যকুমারের ভারত

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছে ভারত। বুধবার সেঞ্চুরিয়নে তৃতীয় ম্যাচে তারা প্রোটিয়াদের হারিয়েছে ১১ রানে। এই ম্যাচে একাধিক নজির গড়েছে ভারত। সেগুলি কী কী?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ ১২:১৬
cricket

ভারত-দক্ষিণ আফ্রিকা তৃতীয় ম্যাচের একটি মুহূর্তে আরশদীপ সিংহ। ছবি: পিটিআই।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছে ভারত। বুধবার সেঞ্চুরিয়নে তৃতীয় ম্যাচে তারা প্রোটিয়াদের হারিয়েছে ১১ রানে। তিলক বর্মার শতরান এবং আরশদীপ সিংহের তিন উইকেট জিতিয়েছে ভারতকে। এই ম্যাচে একাধিক নজির গড়েছে ভারত।

Advertisement

১) আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২৪১টি ম্যাচ খেলে এই নিয়ে ১৬৪তম জয় পেল ভারত। তার মধ্যে বিদেশের মাটিতে এটি শততম জয়। পাকিস্তানের পর বিশ্বের দ্বিতীয় দল হিসাবে টি-টোয়েন্টিতে এই নজির গড়ল তারা।

২) তৃতীয় ম্যাচে ভারতীয় ব্যাটারেরা মোট ১৩টি ছয় মেরেছেন। এক ক্যালেন্ডার বর্ষে ২০০টি ছয় মারার নজির গড়ল টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়নেরা। প্রথম দেশ হিসাবে এই কৃতিত্ব।

৩) সেঞ্চুরিয়নের ম্যাচ ধরলে ভারতীয় দল এক ক্যালেন্ডার বর্ষে আট বার ২০০-র গণ্ডি পেরোল। এই নজির আর কোনও দেশের নেই। ভারত নিজেই নিজের রেকর্ড ভাঙল। এ ছাড়া সর্বোচ্চ সাত বার ২০০-র গণ্ডি পেরোনোর নজির রয়েছে বার্মিংহাম বিয়ার্স (২০২২) এবং জাপানের (২০২৪)।

৪) তিলক বুধবার শতরান করেছেন। এক ক্যালেন্ডার বর্ষে ভারতের পাঁচ ব্যাটার টি-টোয়েন্টিতে শতরান করলেন। তৃতীয় দল হিসাবে এই নজির গড়ল ভারত। গত বছরও ভারতের পাঁচ ব্যাটার শতরান করেছিলেন। ২০১৬ সালে প্রথম দল হিসাবে আরসিবি পাঁচটি শতরান করে, যার মধ্যে বিরাট কোহলিরই ছিল চারটি।

Advertisement
আরও পড়ুন