Ravindra Jadeja

হিন্দিতে সাংবাদিক বৈঠক জাডেজার, ক্ষিপ্ত অসি সংবাদমাধ্যম, অস্ট্রেলিয়া সফরে নতুন বিতর্ক

মেলবোর্নে ভারতীয় দল পৌঁছনোর পর থেকে অস্ট্রেলীয় সংবাদমাধ্যমের সঙ্গে হঠাৎই ক্রিকেটারদের বিবাদ তৈরি হয়েছে। শনিবার রবীন্দ্র জাডেজা সাংবাদিক বৈঠক করেছেন হিন্দিতে। তাই নিয়েই অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমগুলি উঠে পড়ে লেগেছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ ১৭:৪২
cricket

রবীন্দ্র জাডেজা। — ফাইল চিত্র।

মেলবোর্নে ভারতীয় দল পৌঁছনোর পর থেকে অস্ট্রেলীয় সংবাদমাধ্যমের সঙ্গে হঠাৎই ক্রিকেটারদের বিবাদ তৈরি হয়েছে। কোনও কারণ ছাড়াই অসি সংবাদমাধ্যম জোর করে বিতর্ক তৈরি করতে চাইছে বলে দাবি করা হয়েছে। শনিবার রবীন্দ্র জাডেজা সাংবাদিক বৈঠক করেছেন হিন্দিতে। ইংরেজিতে একটিও প্রশ্নের উত্তর দেননি। তাই নিয়েই অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমগুলি উঠে পড়ে লেগেছে। ভারতীয় দলের মিডিয়া ম্যানেজারের সঙ্গে অশোভন আচরণ করা হয়েছে বলে অভিযোগ।

Advertisement

মেলবোর্ন বিমানবন্দরে নামার পর বিরাট কোহলি অভিযোগ করেছিলেন, অস্ট্রেলিয়ার এক চ্যানেলের সাংবাদিক অনুমতি না নিয়ে তাঁর পরিবার এবং সন্তানদের ছবি তুলেছেন। ওই সাংবাদিকের সঙ্গে তর্কও করতে দেখা গিয়েছিল তাঁকে। পরে বিষয়টি তখনকার মতো মিটে যায়। তবে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম যে থামতে রাজি নয়, সেটা শনিবারের ঘটনায় বোঝা গিয়েছে।

মেলবোর্নে ভারতের প্রথম অনুশীলনের পর জাডেজা এ দিন সাংবাদিক বৈঠক করেন। সব প্রশ্নেরই উত্তর হিন্দিতে দেন। তিনি উঠে যাবেন, এমন সময় এক অসি সাংবাদিক অনুরোধ করেন একটি প্রশ্নের উত্তর ইংরেজিতে দিতে। ভারতের মিডিয়া ম্যানেজার জানান, হাতে সময় নেই। টিম বাস অপেক্ষা করছে জাডেজার জন্য।

তিনি জানান, সাংবাদিক বৈঠকটি আয়োজনই করা হয়েছে মূলত ভারতীয় সাংবাদিকদের জন্য, যাঁরা প্রায় প্রত্যেকেই হিন্দি জানেন। কিন্তু অসি সাংবাদিক মানতে রাজিই ছিলেন না। তিনি ভারতের মিডিয়া ম্যানেজারের সঙ্গে তর্ক জুড়ে দেন। এমনকি বিসিসিআই-কে অপেশাদার সংগঠন বলেও অভিহিত করেন।

ঘটনাটি মোটেই ভাল ভাবে নেননি ভারতীয় সাংবাদিকেরা। ভারতীয় দলও ক্ষিপ্ত। এক ভারতীয় সাংবাদিক জানিয়েছেন, তাঁদের মধ্যে অনেকেই প্রশ্ন করার সুযোগ পাননি। কিন্তু তাঁরা কোনও ক্ষোভ দেখাননি। সাংবাদিক বৈঠক শেষ হওয়ার মুখেই নাকি কয়েকজন অসি সাংবাদিক ক্ষিপ্ত হয়ে পড়েন। ভারতের মিডিয়া ম্যানেজারের সঙ্গে খারাপ আচরণ করেন।

ওই সাংবাদিক বলেছেন, “অস্ট্রেলিয়ার সাংবাদিক বৈঠকের সময়েও অনেক ভারতীয় সাংবাদিক প্রশ্ন করার সুযোগ পান না। তবে সময়ের অভাবের কথা মাথায় থাকায় কোনও দিন এ ব্যাপারে অভিযোগ করেননি।

Advertisement
আরও পড়ুন