Virat Kohli

কোহলিই পয়লা শত্রু! বিরাটকে নিয়ে অশালীন গান অসিদের, কেন মেজাজ হারাচ্ছেন ব্যাটার?

অস্ট্রেলিয়ার সমর্থকদের কাছে ক্রমেই এক নম্বর শত্রু হয়ে উঠেছেন বিরাট কোহলি। তাঁকে নিয়ে অশালীন গান বেঁধেছেন সমর্থকেরা। বার বার মেজাজও হারাচ্ছেন কোহলি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪ ১৬:৪৪
cricket

বিরাট কোহলি। —ফাইল চিত্র।

বার বার মেজাজ হারাচ্ছেন বিরাট কোহলি। কখনও প্রতিপক্ষ ক্রিকেটারের সঙ্গে ঝামেলায় জড়াচ্ছেন। কখনও আবার সমর্থকদের সঙ্গে তর্ক করছেন। অস্ট্রেলিয়ার সমর্থকদের কাছে ক্রমেই এক নম্বর শত্রু হয়ে উঠেছেন কোহলি। তাঁকে নিয়ে অশালীন গান বেঁধেছেন সমর্থকেরা।

Advertisement

মেলবোর্নে অসি সমর্থকদের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, গ্যালারিতে দাঁড়িয়ে চিৎকার করে কোহলির নামে অশালীন গান গাইছেন তাঁরা। অস্ট্রেলিয়ার ব্যাটার স্যাম কনস্টাসকে ধাক্কা দেওয়ার পর থেকে কোহলি সে দেশের সমর্থকদের এক নম্বর শত্রু হয়ে উঠেছেন।

শুক্রবার অস্ট্রেলিয়ার সমর্থকদের সঙ্গে ঝগড়ায় জড়ান কোহলি। শুক্রবার তিনি যখন আউট হয়ে সাজঘরে ফিরছিলেন তখন এই ঘটনা ঘটে। গ্যালারির নীচে দিয়ে সাজঘরে ফেরার সময় তাঁকে আওয়াজ দেন কয়েক জন সমর্থক। সে দিকে না-তাকিয়ে সাজঘরে ফেরার রাস্তা ধরেন কোহলি।

তখনই কোনও এক সমর্থক কটাক্ষ ছুড়ে দেন কোহলিকে। সেই কথা কানে যেতেই সংযত থাকতে পারেননি তিনি। আবার বাইরে বেরিয়ে আসেন। সেই সমর্থককে কিছু বলতে দেখা যায় কোহলিকে। তবে জল বেশি দূর গড়ায়নি। স্থানীয় এক ক্রিকেটকর্তা সঙ্গে সঙ্গে ছুটে আসেন। তিনি কোহলিকে শান্ত করে সাজঘরের দিকে এগিয়ে দেন।

ব্যাট হাতেও সিরিজ়টা ভাল যাচ্ছে না কোহলির। পার্‌থে দ্বিতীয় ইনিংসে শতরানের পর থেকে আর তাঁর ব্যাটে রান নেই। মেলবোর্নে শুরুটা ভাল করেছিলেন। যশস্বী জয়সওয়ালের সঙ্গে শতরানের জুটি বাঁধেন। কিন্তু দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার একটু আগে সেই বাইরের বলে খোঁচা মেরে ৩৬ রানের মাথায় আউট হন তিনি। মাঠের বাইরের সময়টাও ভাল যাচ্ছে না ভারতীয় ব্যাটারের। প্রতিপক্ষ সমর্থকদের খোঁচা থেকেই তা পরিষ্কার।

Advertisement
আরও পড়ুন