ICC ODI World Cup 2023

এ বার ট্রফি না পেলে আরও তিনটি বিশ্বকাপ অপেক্ষা করতে হবে ভারতকে, কেন এমন বললেন শাস্ত্রী?

রবি শাস্ত্রী মনে করছেন, এ বারই ভারতের বিশ্বকাপ জেতার সুবর্ণ সুযোগ রয়েছে। না হলে আগামী তিনটি বিশ্বকাপে জিততে পারবে না ভারত। কেন এ কথা বলেছেন তিনি?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৩ ২০:২৪
cricket

ভারত অধিনায়ক রোহিত শর্মা। — ফাইল চিত্র।

এ বারের বিশ্বকাপে গ্রুপ পর্বের আটটি ম্যাচে জিতেছে ভারত। নেদারল্যান্ডসের বিরুদ্ধে নবম ম্যাচেও তাদের জয় প্রায় নিশ্চিত। রবি শাস্ত্রী মনে করছেন, এ বারই ভারতের বিশ্বকাপ জেতার সুবর্ণ সুযোগ রয়েছে। না হলে আগামী তিনটি বিশ্বকাপে জিততে পারবে না ভারত।

Advertisement

বিশ্বকাপের ম্যাচে ভারত নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামার আগে একটি পডকাস্টে এমন মন্তব্য করেন ভারতের প্রাক্তন কোচ। বলেন, “দেশের ক্রিকেটপ্রেমীরা প্রায় পাগল হয়ে গিয়েছে। ১২ বছর আগে শেষ বার বিশ্বকাপ জিতেছিল ওরা। আরেকবার জেতার সুযোগ এসেছে ওদের সামনে। যে ভাবে খেলছে তাতে এটাই সেরা সুযোগ। এ বার না হলে আরও অন্তত তিনটে বিশ্বকাপ ওদের অপেক্ষা করতে হতে পারে। তার আগে ট্রফি জেতার কথা ভাবাই উচিত নয়।”

কেন এ বার বিশ্বকাপ জেতা উচিত তারও ব্যাখ্যা দিয়েছেন শাস্ত্রী। তাঁর কথায়, “ভারতের ৭-৮ জন ক্রিকেটার ফর্মের শীর্ষে রয়েছে। এটাই হয়তো ওদের শেষ বিশ্বকাপ। এই পরিবেশে যে ছন্দে ওরা রয়েছে তাতে বিশ্বকাপ জেতার ব্যাপারে ওরাই আসল দাবিদার।”

ভারতের বোলিং আক্রমণের ভূয়সী প্রশংসা করেছেন শাস্ত্রী। যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ এবং মহম্মদ শামির পেস আক্রমণকে ভারতের সেরা বলে দিতেও দ্বিধা করেননি। শাস্ত্রীর কথায়, “অসাধারণ বল করছে ওরা। রাতারাতি এই সাফল্য আসেনি। একসঙ্গে চার-পাঁচ বছর ধরে ওরা খেলছে। সিরাজ তিন বছর আগে যোগ দিয়ে ওদের সঙ্গে মানিয়ে নিয়েছে। ওরা জানে ধারাবাহিক ভাবে কোথায় বল করে যেতে হবে। সঠিক জায়গায় ধারাবাহিক ভাবে বল করে যাওয়াই ওদের সাফল্যের আসল কারণ।”

আরও পড়ুন
Advertisement