Ravi Shastri

Ravi Shastri: টি-টোয়েন্টির দ্বিপাক্ষিক সিরিজ় চান না শাস্ত্রী

ভারত ছাড়াও বেশ কিছু দেশ এ বার টি-টোয়েন্টি সিরিজ় খেলবে নিজেদের মধ্যে। তার সবচেয়ে বড় কারণ হল, বছরের শেষে আছে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০২ জুন ২০২২ ০৬:৩০
ফাইল চিত্র।

ফাইল চিত্র।

টি-টোয়েন্টি ক্রিকেটের রমরমার দিনেও রবি শাস্ত্রী মনে করেন, ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের কোনও জায়গা নেই দ্বিপাক্ষিক সিরিজ়ে। ভারতের প্রাক্তন অধিনায়ক এবং কোচ চান, আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট সীমাবদ্ধ থাকুক বিশ্বকাপের মঞ্চেই।

একটি ক্রিকেট ওয়েবসাইটে শাস্ত্রী বলেছেন, ‘‘এখন টি-টোয়েন্টি ক্রিকেটের দ্বিপাক্ষিক সিরিজ় খুব বেশি হচ্ছে। যা চোখের সামনে দেখতে পাচ্ছি। আমি ভারতের কোচ থাকার সময়ও বলেছিলাম। এখনও বলব। টি-টোয়েন্টি ক্রিকেটের দ্বিপাক্ষিক সিরিজ় চলে না। কেউ এই সব সিরিজ় মনে রাখে না।’’

Advertisement

আর ক’দিন পরেই শুরু হতে চলেছে ভারত-দক্ষিণ আফ্রিকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়। ভারত ছাড়াও বেশ কিছু দেশ এ বার টি-টোয়েন্টি সিরিজ় খেলবে নিজেদের মধ্যে। তার সবচেয়ে বড় কারণ হল, বছরের শেষেআছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যা মাথায় রেখেই এ বার বেশি মাত্রায় দ্বিপাক্ষিক সিরিজ় হচ্ছে।

শাস্ত্রীয় মত, টি-টোয়েন্টি সিরিজ় সীমাবদ্ধ থাকুক বিশ্বকাপ এবং বিভিন্ন ফ্র্যাঞ্চাইজ়ি লিগগুলোয়। ‘‘ফুটবলের রাস্তায় হাঁটুক টি-টোয়েন্টি ক্রিকেট। যেখানে টি-টোয়েন্টি ক্রিকেট হোক বিশ্বকাপে। দ্বিপাক্ষিক সিরিজ় কে মনে রাখবে ?’’ বলছেন শাস্ত্রী।

গত বছর ভারতের কোচ হিসেবে মেয়াদ শেষ হয়েছে শাস্ত্রীর। তাঁর সাফ কথা, ‘‘বিশ্বকাপ বাদ দিয়ে গত ছ’-সাত বছরে আমি কোনও টি-টোয়েন্টি ম্যাচ মনে করতে পারছি না। একটা দল টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারলে, তা মনে রেখে দেবে। আমি কোচ হিসেবে পারিনি। তাই আমার কোনও ম্যাচের কথা মনেও নেই।’’

একটা প্রস্তাবও দিয়েছেন শাস্ত্রী। তিনি বলেছেন, ‘‘বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজ়ি ক্রিকেট হোক। প্রত্যেক বোর্ডকে নিজেদের ফ্র্যাঞ্চাইজ়ি ক্রিকেট করতে দেওয়া হোক। যেটা হবে তাদের ঘরোয়া ক্রিকেট। আর দু’বছর বাদে বাদে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।’’সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আরও পড়ুন
Advertisement