IPL 2025

গুজরাতের নেতৃত্ব হারাচ্ছেন শুভমন? ইঙ্গিতপূর্ণ বার্তা আইপিএল দলের, সম্ভাব্য নেতার নামও ঘোষণা

নতুন বছরের প্রথম দিনেই সমাজমাধ্যমে ইঙ্গিতবাহী পোস্ট গুজরাত টাইটান্স কর্তৃপক্ষের। সম্ভবত শুভমনের নেতৃত্বে আস্থা রাখতে পারছেন না তাঁরা। ২০২৫ সালে নতুন অধিনায়ককে দেখা যেতে পারে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৫ ২১:৪৩
picture of Shubman Gill

শুভমন গিল। —ফাইল চিত্র।

শুভমন গিল কি গুজরাত টাইটান্সের নেতৃত্ব হারাতে চলেছেন? নতুন বছরের প্রথম দিনই তৈরি হল জল্পনা। সমাজমাধ্যমে গুজরাত কর্তৃপক্ষ ইংরেজি নববর্ষের ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন। ২০২৫ সালে নতুন গল্পের কথা বলেছেন তাঁরা।

Advertisement

বুধবার দুপুরে সমাজমাধ্যমে ভেসে ওঠে গুজরাত টাইটান্সের একটি পোস্ট। সেই পোস্ট ঘিরে আগ্রহ তৈরি হয়েছে ক্রিকেটমহলে। তাতে ব্যবহার করা হয়েছে আফগানিস্তানের অলরাউন্ডার রশিদ খানের ছবি। তঁ মুখ ব্যবহার করা হয়নি। গুজরাতের জার্সি পরা অবস্থায় পিছন থেকে তোলা ছবি ব্যবহার করা হয়েছে। আফগানিস্তানের টি-টোয়েন্টি অধিনায়কের ছবির সঙ্গে লেখা হয়েছে, ‘২০২৫-এর জিটির গল্প।’ উপরে আরও লেখা হয়েছে, ‘একটি পরিষ্কার জায়গা (স্লট), একটি নতুন গল্প।’

গুজরাত কর্তৃপক্ষের পোস্ট থেকে ক্রিকেটপ্রেমীদের একাংশ মনে করছেন, নেতৃত্বের দায়িত্ব থেকে শুভমনকে সরিয়ে দিয়ে জায়গা ফাঁকা করা হয়েছে। নতুন অধিনায়ক হবেন রশিদ এবং তাঁর নেতৃত্বে আগামী আইপিএলে নতুন অধ্যায় শুরু করতে চলেছে গুজরাত টাইটান্স।

উল্লেখ্য, ২০২২ সাল থেকে আইপিএল খেলছে গুজরাত। প্রথম বার হার্দিক পাণ্ড্যের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় তারা। ২০২৩ সালে হার্দিকের নেতৃত্বে ফাইনালে ওঠে গুজরাত। কিন্তু ২০২৪ সালের আইপিএলের আগে হার্দিক গুজরাত ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্সে চলে যান। অধিনায়ক করা হয় শুভমনকে। তাঁর নেতৃত্বে গত আইপিএলে গুজরাত পয়েন্ট তালিকায় আট নম্বরে শেষ করে। ১৪টি ম্যাচের মধ্যে পাঁচটিতে জয় পায় তারা। সে কারণেই সম্ভবত শুভমনের নেতৃত্বের উপর আর ভরসা করতে চাইছেন না গুজরাত কর্তৃপক্ষ। অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হচ্ছে আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডারকে।

Advertisement
আরও পড়ুন