Raveena Tandon

শিশিতে রক্ত ভরে, অশ্লীল ছবি পাঠানোর হুমকি! অনুরাগীর উন্মাদনায় জেরবার রবীনা টন্ডন

“গোয়ার সেই ভক্ত দাবি করেছিলেন, উনি আর আমি নাকি বিবাহিত! তিনি নাকি নিশ্চিত, আমার আর অনিলের সন্তানেরাও ওঁরই সন্তান। পাগলের মতো আর রীতিমতো ভয়ঙ্কর!” বললেন রবীনা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৫ ১৪:৫১
Image of Raveena Tandon

রবীনার সন্তানদের নিজের সন্তান বলে দাবি অনুরাগীর। ছবি: সংগৃহীত।

নব্বইয়ের দশকে পর্দায় ঝড় তুলেছিলেন রবীনা টন্ডন। রোম্যান্টিক হোক অথবা কৌতুক চরিত্রে, তাঁর সাবলীল অভিনয় আর সৌন্দর্যে কুপোকাত ভারতীয় দর্শক। অভিনেত্রীকে বিয়ে করার বাসনা, নিজেকে অভিনেত্রীর স্বামী হিসাবে পরিচয় দেওয়া— পুরুষ অনুরাগীদের এই উন্মাদনা আকছার আলোচনার কেন্দ্রে ছিল সেই সময়। তবে এক অনুরাগীর উন্মাদনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন রবীনা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সে কথাই জানালেন অভিনেত্রী। ঠিক কী ঘটেছিল?

Advertisement

অনেক সময় ভক্তদের অতিরিক্ত আবেগ, উন্মাদ কাজকর্ম তারকাদের মধ্যে বিরক্তির উদ্রেক করে। অভিনেত্রীর কথায়, সেই ভক্ত ভয়ঙ্কর। তিনি মনে মনে ভেবে নিয়েছিলেন, রবীনা তাঁর স্ত্রী এবং অভিনেত্রীর সন্তানেরা স্বামী অনিল টন্ডনের নয়, বরং তাঁর।

“গোয়ার সেই ভক্ত দাবি করেছিলেন, উনি আর আমি নাকি বিবাহিত! ক্যুরিয়ারে আমাকে শিশিতে ভরে রক্ত পাঠাবেন! রক্তে লেখা চিঠি, অশ্লীল ছবি পাঠানোর কথাও বলেছিলেন। তিনি নাকি নিশ্চিত আমার আর অনিলের সন্তানেরাও ওঁরই সন্তান। পাগলের মতো আর রীতিমতো ভয়ঙ্কর!” আতঙ্ক ঝরে পড়েছিল অভিনেত্রীর কণ্ঠে।

আরও এক অনুরাগীর কথা জানালেন অভিনেত্রী। বাড়ির সদর দরজার বাইরে অপেক্ষা করছিলেন তিনি। যেই অভিনেত্রীর স্বামী অনিল গাড়ি নিয়ে বেরোচ্ছেন, বড় পাথর ছুড়ে মেরেছিলেন তাঁর দিকে। এই দু’টি ঘটনার পরে ঘনিষ্ঠ অনুরাগীদের নিয়ে বৈঠক করেন রবীনা। পুলিশি ব্যবস্থাও নেন অনিলের নিরাপত্তার কথা মাথায় রেখে।

Advertisement
আরও পড়ুন