Rashid Khan

ধোনির ‘হেলিকপ্টার শট’-এর নতুন সংস্করণ আমেরিকায়! রশিদের ব্যাটে ছক্কা গিয়ে পড়ল গ্যালারিতে

আন্তর্জাতিক ক্রিকেট খেলার সময় মহেন্দ্র সিংহ ধোনির ‘হেলিকপ্টার শট’ বিখ্যাত ছিল। সেই শট এ বার দেখা গেল আমেরিকাতেও। মেজর লিগ ক্রিকেটের একটি ম্যাচে ধোনির কায়দায় ‘হেলিকপ্টার শট’ মারলেন রশিদ খান।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৫ জুলাই ২০২৪ ১২:২৫
cricket

রশিদ খান। ছবি: এক্স।

আন্তর্জাতিক ক্রিকেট খেলার সময় মহেন্দ্র সিংহ ধোনির ‘হেলিকপ্টার শট’ বিখ্যাত ছিল। ২০১১ বিশ্বকাপের ফাইনালে ধোনির ম্যাচ জেতানো ছয়ের সেই ‘হেলিকপ্টার শট’ এখনও অনেকেই ভুলতে পারেননি। সেই শট এ বার দেখা গেল আমেরিকাতেও। মেজর লিগ ক্রিকেটের একটি ম্যাচে ধোনির কায়দায় ‘হেলিকপ্টার শট’ মারলেন রশিদ খান।

Advertisement

বুধবার রাতে এলিমিনেটরে মুখোমুখি হয়েছিল এমআই নিউ ইয়র্ক এবং টেক্সাস সুপার কিংস। সেই ম্যাচে টেক্সাসের ডোয়েন ব্রাভোর বলে ‘হেলিকপ্টার শট’-এ ছয় মারেন রশিদ। তবে আফগানিস্তানের ব্যাটারের শটের ধরন ধোনির থেকে কিছুটা আলাদা।

‘হেলিকপ্টার শট’-এর ক্ষেত্রে অফ স্টাম্পের সামনে পড়া ইয়র্কার লং-অন দিয়ে ছয় মারতেন ধোনি। সেই সময় ব্যাটটি হেলিকপ্টারের চাকার মতো ঘোরাতেন বলে ওই শটের নাম হয়ে যায় ‘হেলিকপ্টার শট’। তবে ব্রাভোর বল অফ স্টাম্পের বাইরে হাফ ভলি ছিল। সে ক্ষেত্রেও ব্যাটটিকে হেলিকপ্টারের পাখার কায়দায় ঘুরিয়ে ছয় মারেন রশিদ।

এলিমিনেটরে মুম্বইয়ের হয়ে সবচেয়ে বেশি রান করেন রশিদই। ৩০ বলে ৫৫ রান করেন তিনি। পাশাপাশি মোনাঙ্ক পটেলের ৪৮ রানের সৌজন্যে ১৬৩/৮ তোলেন মুম্বই। তবে টেক্সাসের ব্যাটিংয়ের কাছে দাঁড়াতে পারেনি নিউ ইয়র্ক। প্রথম উইকেটেই ডেভন কনওয়ে (অপরাজিত ৫১) এবং ফাফ ডুপ্লেসি (৭২) তুলে দেন ১০১ রান। বাকি কাজ করে দেন অ্যারন হার্ডি (অপরাজিত ৪০)।

Advertisement
আরও পড়ুন