IPL 2025 Retention

একা ধোনি নন, দেশের হয়ে খেলা আরও এক ক্রিকেটার ‘আনক্যাপড’, কোন দল ধরে রাখল?

আইপিএলের ‘রিটেনশন’ নিয়ম কাজে লাগিয়ে মহেন্দ্র সিংহ ধোনিকে নামমাত্র মূল্যে ধরে রেখেছে চেন্নাই সুপার কিংস। একই নিয়ম কাজে লাগিয়ে আরও একটি দল এক ক্রিকেটারকে ধরে রাখল। কে তিনি?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৪ ১৭:০৪
cricket

মহেন্দ্র সিংহ ধোনি। — ফাইল চিত্র।

আইপিএলের ‘রিটেনশন’ নিয়ম কাজে লাগিয়ে মহেন্দ্র সিংহ ধোনিকে নামমাত্র মূল্যে ধরে রেখেছে চেন্নাই সুপার কিংস। প্রাক্তন অধিনায়কের জন্য মাত্র চার কোটি টাকা খরচ করতে হয়েছে তাদের। একই নিয়ম কাজে লাগিয়ে আরও একটি দল এক ক্রিকেটারকে ধরে রাখল। তিনি গত নয় বছর জাতীয় দলের হয়ে খেলেননি।

Advertisement

বোর্ড এ বার ‘রিটেনশন’ নীতিতে পুরনো একটি নিয়ম ফিরিয়ে এনেছে। সেখানে বলা হয়েছে, যদি কোনও ক্রিকেটার পাঁচ বছর জাতীয় দলের হয়ে না খেলেন তা হলে তাঁকে ঘরোয়া বা ‘আনক্যাপড’ ক্রিকেটার হিসাবে ধরা হবে। এই নিয়ম কাজে লাগিয়ে সন্দীপ শর্মাকে চার কোটি টাকায় ধরে রেখেছে রাজস্থান রয়্যালস।

২০১২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন সন্দীপ। ২০১৫ সালে প্রথম ভারতীয় দলের হয়ে খেলার সুযোগ পান। জ়িম্বাবোয়ে সফরে অজিঙ্ক রাহানের নেতৃত্বে দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন তিনি। তার পর আর জাতীয় দলে সুযোগ পাননি। যে হেতু ন’বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি তাই তাঁকে ‘আনক্যাপড’ হিসাবে নেওয়া হয়েছে।

২০২৩-এর নিলামে সন্দীপকে কোনও দল নেয়নি। তবে এ বছরের আইপিএলে প্রসিদ্ধ কৃষ্ণের পরিবর্ত হিসাবে তাঁকে নেওয়া হয়। আইপিএলে ১২৭টি ম্যাচে ১৩৭টি উইকেট রয়েছে তাঁর। ইনিংসে পাঁচ উইকেট দু’বার এবং চার উইকেট তিন বার নিয়েছেন তিনি। এর আগে পঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদ দলে খেলেছেন।

আরও পড়ুন
Advertisement