BGT 2024-25

বার বার বৃষ্টিতে বিঘ্ন ঘটছে খেলায়, ব্রিসবেনে সারা দিন কেমন আবহাওয়া থাকবে শনিবার?

বৃষ্টির কারণে তিন বার বন্ধ হয় খেলা। মধ্যাহ্নভোজের সময় হয়ে যাওয়ায় আম্পায়ারেরা সিদ্ধান্ত নেন প্রথম সেশন শেষ করার। তবে ৪০ মিনিটের বদলে ৩০ মিনিটের জন্য মধ্যাহ্নভোজের বিরতি দেওয়া হয়েছে। কিন্তু শনিবার সারা দিনে কেমন আবহাওয়া থাকবে ব্রিসবেনে?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪ ০৮:২২
Brisbane

পিচ ঢাকা ব্রিসবেনে। —ফাইল চিত্র।

ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টে বার বার বাধা হয়ে দাঁড়াচ্ছে বৃষ্টি। প্রথম দিনের প্রথম সেশনে মাত্র ১৩.২ ওভার খেলা হয়েছে। বৃষ্টির কারণে তিন বার বন্ধ হয় খেলা। মধ্যাহ্নভোজের সময় হয়ে যাওয়ায় আম্পায়ারেরা সিদ্ধান্ত নেন প্রথম সেশন শেষ করার। তবে ৪০ মিনিটের বদলে ৩০ মিনিটের জন্য মধ্যাহ্নভোজের বিরতি দেওয়া হয়েছে। কিন্তু শনিবার সারা দিনে কেমন আবহাওয়া থাকবে ব্রিসবেনে?

Advertisement

অ্যাকু ওয়েদার অনুযায়ী, শনিবার সারা দিনই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্রিসবেনে খেলা শুরু হওয়ার ৫ ওভারের মধ্যেই বৃষ্টি আসে। ২০ মিনিট পর খেলা শুরু হলেও ১৩.১ ওভারে আবার থামতে হয়। বৃষ্টি থামার পর ফের মাঠে নেমে মাত্র এক বল খেলা হতেই বৃষ্টি শুরু হয়ে যায়। এর পরেই মধ্যাহ্নভোজের বিরতি ঘোষণা করেন আম্পায়ারেরা।

দুপুরের দিকে বৃষ্টি আরও বৃদ্ধি পাওয়ার কথা। সকালের দিকে ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। যে কারণে পিচ ঢেকে দেওয়া হলেও ক্রিকেটারদের মাঠেই ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছিল। কিন্তু পরের দিকে বৃষ্টির পরিমাণ বাড়ে। আকাশে কালো মেঘ স্পষ্ট। দ্বিতীয় এবং তৃতীয় সেশনে খেলা যে নির্বিঘ্নে হবে এমনটা আশা করা যাচ্ছে না।

শনিবার দুপুর ২টো নাগাদ (ভারতীয় সময় সকাল ৯.৩০টা) বৃষ্টি আরও বাড়বে বলে জানা গিয়েছে। অর্থাৎ, দ্বিতীয় সেশনের মাঝে ভারী বৃষ্টি হতে পারে। সেই সময় আবার খেলা বন্ধ থাকতে পারে। বিকেল ৫টা পর্যন্ত বৃষ্টির (ভারতীয় সময় দুপুর ১২.৩০) সম্ভাবনা রয়েছে। ব্রিসবেনে প্রথম দিনে তাই কতটা খেলা হবে তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।

বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখেই টস জিতে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু ভারতীয় বোলারেরা আবহাওয়ার সাহায্য সে ভাবে নিতে পারেননি। উইকেট পাননি তাঁরা। ১৩.২ ওভারের মধ্যে ভারতের তিন পেসার বল করেছেন। তাঁদের মধ্যে আকাশ দীপের বল তবুও কিছুটা সমস্যা তৈরি করেছে। কিন্তু যশপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজকে সামলে ইনিংস গড়তে শুরু করেছেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার উসমান খোয়াজা এবং নাথান ম্যাকসুইনি। মধ্যাহ্নভোজে যাওয়ার আগে ২৮ রান তুলেছে অস্ট্রেলিয়া।

Advertisement
আরও পড়ুন