BGT 2024-25

ব্রিসবেনে ভারতীয় দলে ফিরলেন বাংলার পেসার, বাদ অশ্বিন, আরও একটি বদল তৃতীয় টেস্টে

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টে ভারতীয় দলে দুই বদল। অ্যাডিলেডে রবিচন্দ্রন অশ্বিনকে গোলাপি বলের টেস্টে খেলালেও ব্রিসবেনে দলের বাইরে তিনি। নেওয়া হয়নি হর্ষিত রানাকেও।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪ ০৫:৩৫
Akash Deep

আকাশ দীপ। —ফাইল চিত্র।

তৃতীয় টেস্টে ভারতীয় দলে দুই বদল। অ্যাডিলেডে রবিচন্দ্রন অশ্বিনকে গোলাপি বলের টেস্টে খেলালেও ব্রিসবেনে দলের বাইরে তিনি। নেওয়া হয়নি হর্ষিত রানাকেও। সেই জায়গায় ভারতীয় দলে সুযোগ পেলেন রবীন্দ্র জাডেজা এবং আকাশ দীপ।

Advertisement

গোলাপি বলের টেস্টে অশ্বিন এর আগে যথেষ্ট সফল ছিলেন, সেই কারণেই তাঁকে অ্যাডিলেডে খেলানো হয়েছিল। ব্রিসবেনে তাঁর জায়গায় জাডেজাকে আনা হয়েছে। প্রথম টেস্টে যদিও ওয়াশিংটন সুন্দরকে খেলানো হয়েছিল। জাডেজা বল হাতে যেমন কার্যকরী, তেমনই ব্যাট হাতেও। ফলে ভারতের লোয়ার অর্ডার কিছুটা শক্তিশালী হবে জাডেজা দলে ফেরায়।

আকাশ দলে ফিরবেন তা এক প্রকার নিশ্চিত ছিল। অ্যাডিলেডে হর্ষিত সে ভাবে নজর কাড়তে পারেননি। তাই তাঁর জায়গায় আকাশকে ফেরানো হল। ঘরের মাঠে ভাল ফর্মে ছিলেন আকাশ। কিন্তু অস্ট্রেলিয়ায় পার্‌থে প্রথম টেস্টে খেলানো হয়নি তাঁকে। দ্বিতীয় টেস্টেও সুযোগ পাননি। তৃতীয় টেস্টে সুযোগ দেওয়া হয়েছে আকাশকে। সুযোগ পেয়ে তা কাজে লাগাতে হবে বাংলার পেসারকে। না হলে দলে জায়গা পাওয়া কঠিন হবে তাঁর পক্ষে।

ভারতের প্রথম একাদশে অশ্বিন এবং হর্ষিত ছাড়া বাকিরা জায়গা ধরে রেখেছেন। যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, শুভমন গিল, বিরাট কোহলি, রোহিত শর্মা, ঋষভ পন্থ, নীতিশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাডেজা, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ এবং আকাশ দীপ খেলবেন ব্রিসবেনে। ম্যাচ জিততে তাঁদের উপরেই ভরসা অধিনায়ক রোহিতের।

Advertisement
আরও পড়ুন