মুখোমুখি অজিঙ্ক রাহানে (বাঁ দিকে) ও রিয়ান পরাগ। —ফাইল চিত্র।
দু’দলের শুরুটাই ভাল হয়নি আইপিএলে। দু’দলই নিজেদের প্রথম ম্যাচ হেরেছে। বুধবার গুয়াহাটির মাঠে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। সেই ম্যাচে দু’দলের প্রথম একাদশে বদল হতে পারে। কারা খেলতে পারেন তা খুঁজে দেখল আনন্দবাজার ডট কম।
কলকাতার সম্ভাব্য একাদশ:
১) সুনীল নারাইন— প্রথম ম্যাচে ভাল ব্যাট করেছেন। তিনিই ওপেন করতে নামবেন কেকেআরের হয়ে।
২) কুইন্টন ডি’কক— আগের ম্যাচে ব্যর্থ হলেও অভিজ্ঞ ডি’ককের উপর আরও একটি ম্যাচে ভরসা করবে নাইট ম্যানেজমেন্ট।
৩) অজিঙ্ক রাহানে— দলের অধিনায়ক। প্রথম ম্যাচে সবচেয়ে ভাল ব্যাট করেছেন। নিজের ফর্ম ধরে রাখতে চাইবেন রাহানে।
৪) বেঙ্কটেশ আয়ার— দলের সহ-অধিনায়ক। আগের ম্যাচে রান পাননি। রাজস্থানের বিরুদ্ধে ফর্মে ফিরতে চাইবেন ২৩ কোটি ৭৫ লক্ষ টাকার ক্রিকেটার।
৫) অঙ্গকৃশ রঘুবংশী— আগের ম্যাচে ভাল খেলেছেন। রাজস্থানের বিরুদ্ধেও ব্যাট করার সময় দেখা যাবে তাঁকে।
৬) রিঙ্কু সিংহ— আগের ম্যাচে রান পাননি। তিনি যে এখনও দলের ফিনিশার তা আরও এক বার দেখাতে চাইবেন রিঙ্কু।
৭) আন্দ্রে রাসেল— রিঙ্কুর মতো তিনিও প্রথম ম্যাচে খারাপ খেলেছেন। গুয়াহাটির মাঠে ঝড় তুলতে চাইবেন রাসেল।
৮) রমনদীপ সিংহ— আগের ম্যাচে নিজের স্বাভাবিক খেলা খেলতে পারেননি। প্রয়োজন পড়লে রাজস্থানের বিরুদ্ধে সেটাই করতে চাইবেন তিনি।
৯) হর্ষিত রানা— বলের পাশাপাশি ব্যাটের হাত মন্দ নয় রানার। রাজস্থানের বিরুদ্ধে বোলিং আক্রমণে তিনি দলের বড় ভরসা।
১০) অনরিখ নোখিয়া— আগের ম্যাচে স্পেনসার জনসন ভাল বল করতে পারেননি। রাজস্থানের বিরুদ্ধে অভিজ্ঞ নোখিয়াকে খেলাতে পারে কেকেআর।
১১) বরুণ চক্রবর্তী— আগের ম্যাচে উইকেট পেলেও রান দিয়েছেন। রাজস্থানের বিরুদ্ধে তিনি দলের বড় ভরসা।
১২) চেতন সাকারিয়া (ইমপ্যাক্ট প্লেয়ার)— আগের ম্যাচে বৈভব অরোরা নতুন বলে ব্যর্থ। ফলে রাজস্থানের বিরুদ্ধে সাকারিয়াকে খেলাতে পারে কেকেআর। তিনি খেললে একটি বাঁহাতি পেস বিকল্পও পাবেন রাহানে।
রাজস্থানের সম্ভাব্য একাদশ:
১) সঞ্জু স্যামসন— দলের অধিনায়ক। কিন্তু আঙুলে চোট থাকায় প্রথম কয়েকটি ম্যাচে শুধু ব্যাটার হিসাবেই দেখা যাবে তাঁকে।
২) যশস্বী জয়সওয়াল— গত বার কলকাতার বিরুদ্ধে বিধ্বংসী ইনিংস খেলেছিলেন। এ বারও সে রকম খেলতে চাইবেন যশস্বী।
৩) নীতীশ রানা— কলকাতা পুরনো দল। তাই তাদের বিরুদ্ধে ভাল করতে মুখিয়ে থাকবেন নীতীশ।
৪) রিয়ান পরাগ— সঞ্জু ফিল্ডিং না করায় দলের অধিনায়ক পরাগ। চার নম্বরে নেমে বড় ইনিংস খেলতে চাইবেন তিনি।
৫) ধ্রুব জুরেল— আগের ম্যাচে ভাল ব্যাট করেছেন। সেটাই আবার করতে চাইবেন দলের উইকেটরক্ষক।
৬) শিমরন হেটমেয়ার— দলের অভিজ্ঞ ক্রিকেটার। কলকাতার বিরুদ্ধে ফিনিশারের ভূমিকায় দেখা যাবে তাঁকে।
৭) শুভম দুবে— তরুণ ক্রিকেটার। কলকাতার বিরুদ্ধে সুযোগ পেলে নজর কাড়তে চাইবেন তিনি।
৮) জফ্রা আর্চার— আগের ম্যাচে খারাপ বল করেছেন। আইপিএলের ইতিহাসে চার ওভারে সবচেয়ে বেশি রান দিয়েছেন। তার পরেও আর্চারকে দেখা যাবে প্রথম একাদশে।
৯) ওয়ানিন্দু হাসরঙ্গ— আগের ম্যাচে মাহিশ থিকশানা উইকেট নিলেও কলকাতার বিরুদ্ধে অভিজ্ঞ হাসরঙ্গকে খেলাতে পারে রাজস্থান। তিনি ব্যাটটাও ভাল করেন।
১০) ফজলহক ফারুকি— এই আফগান পেসারকে কেকেআরের বিরুদ্ধেও নতুন বলে দেখা যাবে।
১১) সন্দীপ শর্মা— আগের ম্যাচে ভাল বল করতে পারেননি। তবে অভিজ্ঞতা রয়েছে। সেই কারণে তিনি কেকেআরের বিরুদ্ধে খেলতে পারেন।
১২) তুষার দেশপাণ্ডে (ইমপ্যাক্ট প্লেয়ার)— আগের ম্যাচে খারাপ বল করেননি। কেকেআরের বিরুদ্ধেও ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে সঞ্জুর বদলে নামতে পারেন তিনি।
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।