Prithvi Shaw

দ্বিশতরানের চার দিন পরেই শতরান, ইংল্যান্ডে রোখা যাচ্ছে না পৃথ্বীকে

ঘরোয়া ক্রিকেটে রান করেও জাতীয় দলে ফেরা হয়নি। হতাশ পৃথ্বী বেছে নিয়েছিলেন ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটকে। সেখানে ওয়ান ডে কাপে আবার শতরান এল তাঁর ব্যাট থেকে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২৩ ২২:৩৩
picture of Prithvi Shaw

শতরানের পর পৃথ্বী। ছবি: টুইটার।

ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে অনবদ্য ছন্দে রয়েছেন পৃথ্বী শ। রবিবার আবার শতরান এল তাঁর ব্যাট থেকে। ওয়ান ডে কাপের ম্যাচে নর্দাম্পটনশায়ারের হয়ে খেললেন ৭৬ বলে ১২৫ রানের দাপুটে ইনিংস। দ্বিশতরানের চার দিনের মাথায় আবার শতরান করলেন তিনি।

Advertisement

কাউন্টি ক্রিকেটে রোখা যাচ্ছে না পৃথ্বীকে। ভারতীয় দলের সুযোগ না পাওয়ার জবাব দিচ্ছে তাঁর ব্যাট। তাতে উপকৃত হচ্ছে ইংল্যান্ডের কাউন্টি ক্লাব নর্দাম্পটনশায়ার। রবিবার ডারহ্যামের বিরুদ্ধে ওপেন করতে নেমে করলেন অপরাজিত শতরান। তাঁর দাপটে ২৫.৪ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান (১৯৯) তুলে নিল নর্দাম্পটনশায়ার। পৃথ্বী নিজের ইনিংসটি সাজালেন ১৫টি চার এবং ৭টি ছক্কা দিয়ে। তাঁর সামনে প্রতিপক্ষের কোনও বোলারই সুবিধা করতে পারেননি। দলকে ছ’উইকেটে জয় এনে দিয়ে খুশি ২৩ বছরের ব্যাটার।

প্রথমে ব্যাট করে ডারহ্যাম। তাদের ইনিংস ৪৩.২ ওভারে ১৯৮ রানে শেষ হয়ে যায়। জয়ের জন্য সহজ লক্ষ্য পেয়ে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট করেন পৃথ্বী। তাঁর সঙ্গী ওপেনার এমিলিয়ো গে-সহ নর্দাম্পটনশায়ারের তিন ব্যাটার ব্যর্থ হলেও দলের ইনিংসে কোনও প্রভাব পড়তে দেননি পৃথ্বী। তাঁর দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান রব কেয়ঘের ৪০ বলে ৪২।

গত ৯ অগস্ট সমারসেটের বিরুদ্ধে ১৫৩ বলে ২৪৪ রানের ইনিংস খেলেছিলেন পৃথ্বী। সেই ম্যাচেও পৃথ্বীর দাপটে সহজ জয় তুলে নিয়েছিল নর্দাম্পটনশায়ার।

আরও পড়ুন
Advertisement