ICC ODI World Cup 2023

নিউ জ়িল্যান্ডের জয়ে চাপ বাড়ল ভারতের, বাংলাদেশ ম্যাচের আগে পয়েন্ট তালিকায় রোহিতেরা কোথায়

চার ম্যাচ খেলে চারটিতেই জিতেছে নিউ জ়িল্যান্ড। বুধবারের ম্যাচে আফগানিস্তানকে হারানোয় পয়েন্ট তালিকার একেবারে শীর্ষে পৌঁছে গিয়েছে তারা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৩ ১০:২২
Rohit Sharma

রোহিত শর্মা। —ফাইল চিত্র

বিশ্বকাপে নিজেদের প্রথম চার ম্যাচের চারটিতেই জিতেছে নিউ জ়িল্যান্ড। বুধবারের ম্যাচে আফগানিস্তানকে হারানোয় পয়েন্ট তালিকার একেবারে শীর্ষে পৌঁছে গিয়েছে তারা। বৃহস্পতিবার ভারতের সামনে বাংলাদেশ। সেই ম্যাচে নামার আগে কোথায় রয়েছেন রোহিত শর্মারা?

Advertisement

পয়েন্ট তালিকায় ১ নম্বরে নিউ জ়িল্যান্ড। ৪ ম্যাচে ৪ জয়ে তাদের পয়েন্ট ৮। নেট রানরেট ১.৯২৩। নিউ জ়িল্যান্ডের নেট রানরেট এখন সব থেকে বেশি। দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। ৩ ম্যাচে ৩ জয়ে রোহিতদের পয়েন্ট ৬। তাঁদের নেট রানরেট ১.৮২১। বৃহস্পতিবার ভারত যদি বাংলাদেশকে ভাল ভাবে হারাতে পারে তা হলে নেট রানরেটে নিউ জ়িল্যান্ডকে টপকে আবার শীর্ষে পৌঁছে যেতে পারে ভারত।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

তিন নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ৩ ম্যাচে ২ জয়ে তাদের পয়েন্ট ৪। নেট রানরেট ১.৩৮৫। চার নম্বরে রয়েছে পাকিস্তান। বাবর আজ়মদের নেট রানরেট -০.১৩৭। পাঁচ নম্বরে ইংল্যান্ড। গত বারের বিশ্বচ্যাম্পিয়নেরা ৩ ম্যাচে ১ জয়ে ২ পয়েন্টে রয়েছে। তাদের নেট রানরেট -০.০৮৪।

ষষ্ঠ স্থানে রয়েছে বাংলাদেশ। ৩ ম্যাচে ১ জয়ে শাকিব আল হাসানদের পয়েন্ট ২। তাঁদের নেট রানরেট -০.৬৯৯। সাত নম্বরে রয়েছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ৩ ম্যাচে ১ জয়ে তাদের পয়েন্টও ২। নেট রানরেট -০.৭৩৪।

আট নম্বরে রয়েছে নেদারল্যান্ডস। ৩ ম্যাচে ১ জয়ে তাদের পয়েন্ট ২। নেট রানরেট -০.৯৯৩। ৪ ম্যাচে ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে আফগানিস্তান। তাদের নেট রানরেট -১.২৫০। সবার শেষে রয়েছে শ্রীলঙ্কা। ৩ ম্যাচের ৩টিতেই হেরেছে তারা। শূন্য পয়েন্ট তাদের। শ্রীলঙ্কার নেট রানরেট -১.৫৩২।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement