(বাঁ দিকে) মহেন্দ্র সিংহ ধোনি। ধোনির বাবা-মা (ডান দিকে উপরে), ধোনির স্ত্রী ও কন্যা (ডান দিকে নীচে)। —ফাইল চিত্র।
পুত্রের খেলা দেখতে খুব একটা বেশি যান না তাঁরা। লোকচক্ষুর আড়ালে থাকতেই পছন্দ করেন পান সিংহ ধোনি ও দেবকী দেবী। অথচ সেই তাঁদেরই দেখা গেল গ্যালারিতে। মহেন্দ্র সিংহ ধোনির বাবা ও মা চেন্নাই সুপার কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ দেখতে গিয়েছেন।
দিল্লির ইনিংসের ১২তম ওভারে হঠাৎ ক্যামেরায় দেখা যায় পান সিংহ ও দেবকীকে। তাঁদের দেখানোর পাশাপাশি ক্যামেরায় তখন ধোনিকেও দেখানো হচ্ছিল। ধোনির বাবা-মাকে জায়ান্ট স্ক্রিনে দেখতে পেয়ে চিৎকার শুরু হয়। ধারাভাষ্যকারেরাও তাঁদের কথা বলেন। যদিও ধোনি বা তাঁর বাবা-মাকে নির্লিপ্ত দেখায়।
চেন্নাইয়ের মাঠে বাউন্ডারির ধারে অতিথিদের বসার বিশেষ বন্দোবস্ত রয়েছে। গ্যালারিতে বসেন না তাঁরা। বাউন্ডারির বাইরে টেবিল ও চেয়ার পেতে তাঁদের বসার বন্দোবস্ত করা হয়েছে। সেখানে পাশাপাশি বসে থাকতে দেখা যায় পান সিংহ ও দেবকীকে। আর একটি টেবিলে বসেছিলেন ধোনির স্ত্রী সাক্ষী ও কন্যা জিভা। অর্থাৎ, ধোনির পুরো পরিবার খেলা দেখতে গিয়েছে চেন্নাইয়ে।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ২০০৮ সালে আইপিএল শুরু হওয়ার পর থেকে এই প্রথম ধোনির খেলা দেখতে তাঁর বাবা-মা মাঠে গেলেন। তার নেপথ্যে কোনও বিশেষ কারণ রয়েছে কি না জানা নেই। অবশ্য সাক্ষী ও জিভাকে চেন্নাইয়ের প্রতিটি ম্যাচেই গ্যালারিতে দেখা যায়।
ধোনি ভারতীয় দলের অধিনায়ক থাকাকালীনও খুব একটা বেশি মাঠে দেখা যায়নি তাঁর বাবা-মাকে। এমনকি, ২০১১ সালের এক দিনের বিশ্বকাপের ফাইনালে ওয়াংখেড়েতে সাক্ষী থাকলেও তাঁর বাবা-মা যাননি। ধোনির আত্মজীবনীতে দেখা গিয়েছে, ভারতের হয়ে খেলা শুরু করার পর থেকে টেলিভিশনের পর্দাতেই পুত্রের খেলা দেখেন তাঁরা। সেই পান সিংহ ও দেবকী গেলেন মাঠে। পুত্রের খেলা দেখতে।