টসের সময় চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় (বাঁ দিকে) ও দিল্লির অধিনায়ক অক্ষর পটেল। ছবি: পিটিআই।
টস জেতো, বল নাও, ম্যাচ জেতো। এটাই আইপিএলে অধিনায়কদের চেনা ছক। সন্ধ্যার ম্যাচ তো বটেই দুপুরের ম্যাচেও সেই ছবি দেখা গিয়েছে। প্রথমে প্রতিপক্ষকে মেপে নিয়ে খেলার পরিকল্পনা করেছে দলগুলি। এখনও পর্যন্ত ১৬টি ম্যাচের মধ্যে ১৫টিতে টস জিতে প্রথমে বল করেছে দলগুলি। কিন্তু ১৭তম ম্যাচে চেন্নাইয়ের মাঠে টস জিতে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি ক্যাপিটালস। কেন এই সিদ্ধান্ত নিয়েছেন দিল্লির অধিনায়ক অক্ষর পটেল?
এ বারের আইপিএলে এখনও পর্যন্ত দুপুরে তিনটি ম্যাচ হয়েছে। তার মধ্যে ৩০ মার্চ বিশাখাপত্তনমে দিল্লির বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। এর আগে ওই এক বারই কোনও দল প্রথমে ব্যাট করেছে। যদিও সেই ম্যাচ হেরেছিল হায়দরাবাদ। তার পরেই কেন সেই পথেই এগোল দিল্লি?
অক্ষরের সিদ্ধান্তের নেপথ্যে কাজ করেছে চেন্নাইয়ের মাঠের পরিসংখ্যান। এই মাঠে আইপিএলে এর আগে ১৯ বার দুপুরে খেলা হয়েছে। তার মধ্যে ১৭ বার টস জেতা অধিনায়ক ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ, এই ম্যাচে ১৮ বার সেই ঘটনা ঘটল। আগের ১৯টি ম্যাচের মধ্যে প্রথমে ব্যাট করা দল ১০ বার জিতেছে। পরে ব্যাট করা দল জিতেছে ৯ বার। অর্থাৎ, সেই পরিসংখ্যানেও প্রথমে ব্যাট করা দল এগিয়ে। সেই কারণেই হয়তো প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অক্ষর।
টস জিতে অক্ষর বলেছেন, “পিচ বেশ শুকনো। দুপুরের খেলায় পিচ আরও শুকোবে। ফলে দ্বিতীয় ইনিংসে আরও মন্থর হবে। সেই কারণেই আমরা প্রথমে ব্যাট করে নিতে চাইছি।” একই কথা শোনা গিয়েছে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের কথাতেও। টস জিতলে তিনিও প্রথমে ব্যাট করতেন বলে জানিয়েছেন। এখন দেখার অক্ষরের সিদ্ধান্ত শেষ পর্যন্ত সঠিক প্রমাণিত হয় কি না।