Yashasvi Jaiswal on Rahul Dravid

‘আমি ওঁর মতো হতে চাই,’ শুধু মাঠে নয়, মাঠের বাইরেও যশস্বীর আদর্শ কে?

মাঠের পাশাপাশি মাঠের বাইরেও এক জনকেই নিজের আদর্শ মনে করেন যশস্বী জয়সওয়াল। তাঁর মতো হতে চান তিনি। কার কথা জানিয়েছেন রাজস্থান রয়্যালসের ক্রিকেটার?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৫ ১৭:৪২
cricket

যশস্বী জয়সওয়াল। ছবি: রয়টার্স।

এ বারের আইপিএলের শুরুটা ভাল হয়নি যশস্বী জয়সওয়ালের। তিনটি ম্যাচে মোট ৩৪ রান করেছেন। ভারতীয় ক্রিকেটে নিজের জায়গা পাকা করে ফেলা যশস্বী মাঠের পাশাপাশি মাঠের বাইরেও এক জনকেই নিজের আদর্শ মনে করেন। তাঁর মতো হতে চান তিনি। কার কথা জানিয়েছেন রাজস্থান রয়্যালসের ক্রিকেটার?

Advertisement

রাজস্থানের কোচ রাহুল দ্রাবিড়কে নিজের আদর্শ মনে করেন তিনি। রাজস্থানের কোচ হওয়ার আগে ভারতীয় দলের কোচ ছিলেন দ্রাবিড়। সেখানেও তাঁর অধীনে ছিলেন যশস্বী। শনিবার আইপিএলে পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নামার আগে দ্রাবিড়ের কথা যশস্বীর মুখে।

সম্প্রচারকারী চ্যানেলে একটি ভিডিয়োয় যশস্বী বলেন, “দ্রাবিড় একজন দুর্দান্ত মানুষ। ওঁর মতো এক জনের এত কাছে থাকা ও শেখার সুযোগ পেয়েছি। শুধু ক্রিকেটার হিসাবে নয়, মাঠের বাইরেও ওঁর থেকে অনেক কিছু শেখা যায়। যে ভাবে উনি চলাফেরা করেন, কথা বলেন, ক্রিকেট নিয়ে ভাবেন, সকলকে সম্মান করেন, তা এক কথায় অসাধারণ। এত বছর ধরে উনি এটা বয়ে নিয়ে চলেছেন। আমি ওঁর মতো হতে চাই।”

যশস্বী জানিয়েছেন, তিনি শুধু এক ফরম্যাটের ক্রিকেটার হয়ে থাকতে চান না। তিনটি ফরম্যাটেই দেশের হয়ে খেলতে চান। সেই শিক্ষা তিনি দ্রাবিড়ের কাছ থেকেই পাচ্ছেন। যশস্বী বলেন, “দ্রাবিড়স্যর শিখিয়েছেন, কী ভাবে প্রতিটা ফরম্যাটের সঙ্গে মানিয়ে নিতে হয়। আগে প্রথম বল থেকে বড় শট খেলার চেষ্টা করতাম। এখন অনেক পরিণত হয়েছি। যদি ১০ বলে ৩০ রান করতে হয়, তা হলেও আমি তৈরি। আবার ৫০ বলে ১০ রান করার মতো পরিস্থিতিতেও আমি তৈরি। দ্রাবিড়স্যরের এই শিক্ষা আমি কাজে লাগাতে চাই।”

এ বারের আইপিএলে যশস্বীর মতো শুরুটা ভাল হয়নি রাজস্থানেরও। প্রথম তিন ম্যাচের মধ্যে মাত্র একটি জিতেছে তারা। পয়েন্ট তালিকায় নবম স্থানে রয়েছে রাজস্থান। তবে যশস্বীর আশা, পঞ্জাবের বিরুদ্ধে জিতবেন তাঁরা। একটা ম্যাচ জিতলে দল আবার আত্মবিশ্বাস পেয়ে যাবে বলে মনে করেন তিনি।

Advertisement
আরও পড়ুন