Australia vs Pakistan

বিদ্রুপ, মেজাজ হারিয়ে অস্ট্রেলীয় দর্শককে জবাব পাক ক্রিকেটারের, কী ঘটেছিল সিডনিতে?

অস্ট্রেলিয়ার কাছে তিনটি টেস্টেই হেরেছে পাকিস্তান। মাসুদ, বাবরেরা প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননি। অস্ট্রেলীয় দর্শকদের একাংশ পাক ক্রিকেটারদের বিদ্রুপ করেন। তাতে মেজাজ হারান পাক বোলার।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৪ ১৫:২২
picture of pakistan cricket team

পাকিস্তান ক্রিকেট দল। ছবি : এএফপি।

দর্শকদের রসিকতায় মেজাজ হারান পাকিস্তানের জোরে বোলার হাসান আলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনি টেস্ট শেষ হওয়ার পর মাঠের ধারে গিয়ে ক্রিকেটপ্রেমীদের সই দিচ্ছিলেন তিনি। সে সময় মেজাজ হারাতে দেখা যায় পাক বোলারকে।

Advertisement

পাকিস্তানের ফিল্ডিং নিয়ে সমালোচনা কম হয় না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে একাধিক ক্যাচ ফেলেছেন পাক ক্রিকেটারেরা। ক্যাচ ফেলেছেন হাসানও। সিডনি টেস্ট শেষ হওয়ার পর হাসান যখন ক্রিকেটপ্রেমীদের সইয়ের আবদার মেটাতে গ্যালারির কাছে যান, সে সময় এক অস্ট্রেলীয় দর্শক তাঁর ক্যাচ ধরার ভঙ্গি করে রসিকতা করছিলেন। সই দিতে দিতেই বিষয়টি চোখে পড়ে হাসানের।

৩-০ ব্যবধানে সিরিজ় হারায় এমনিতেই মন ভাল ছিল না তাঁর। সে সময় এমন রসিকতা মেনে নিতে পারেননি তিনি। তাঁকে নকল করা দর্শকের দিকে এগিয়ে গিয়েছিলেন হাসান। তাঁকে বলেছিলেন, ‘‘এখানে এসো। আমাকে শেখাও কী করে ক্যাচ ধরতে হয়।’’ ক্ষুব্ধ হাসানকে আরও বলতে শোনা গিয়েছিল, ‘‘কোনও সমস্যা নেই। আমাকে ক্যাচ ধরা শেখাতে কে আসবেন, চলে আসুন।’’ ক্ষুব্ধ পাক বোলারের সেই সময়ের ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

১৯৯৫ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে খেলা কোনও টেস্ট জিততে পারেনি পাকিস্তান। এ বারের সিরিজ় প্যাট কামিন্সেরা ৩-০ ব্যবধানে জিতেছেন। দেশের মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে এই নিয়ে টানা ১৭টি টেস্ট জিতল অস্ট্রেলিয়া। এ বারের সফরেও প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেনি শান মাসুদ, বাবর আজ়মেরা। ফলে অস্ট্রেলীয় ক্রিকেটপ্রেমীদের একাংশ পাক ক্রিকেটারদের বিদ্রুপ করার সুযোগ হাতছাড়া করেননি। তেমনই এক ঘটনায় সিডনিতে মেজাজ হারিয়েছিলেন হাসান।

Advertisement
আরও পড়ুন