Rohit Sharma

‘রোহিত ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত খেলবে’, আনন্দবাজার অনলাইনকে বললেন ছোটবেলার কোচ

কবে অবসর নেবেন রোহিত শর্মা? সেটিই এখন ভারতের ক্রিকেটপ্রেমীদের প্রশ্ন। এই বিষয়ে মুখ খুললেন রোহিতের ছোটবেলার কোচ দীনেশ লাড। আনন্দবাজার অনলাইনকে কী বললেন তিনি?

Advertisement
শান্তনু ঘোষ
শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৫ ১৯:৫৯
cricket

রোহিত শর্মা। তাঁর অবসর নিয়ে মুখ খুললেন ছোটবেলার কোচ। —ফাইল চিত্র।

সিডনি টেস্টে খেলছেন না রোহিত শর্মা। তাঁকে বসিয়ে দেওয়া হয়েছে, না তিনি বিশ্রাম নিয়েছেন তা পরিষ্কার নয়। এই পরিস্থিতিতে জল্পনা শুরু হয়েছে রোহিতের অবসর নিয়ে। কবে তিনি অবসর নেবেন, সেটিই এখন ভারতের ক্রিকেটপ্রেমীদের প্রশ্ন। এই বিষয়ে মুখ খুললেন রোহিতের ছোটবেলার কোচ দীনেশ লাড। আনন্দবাজার অনলাইনকে তিনি জানালেন, আপাতত রোহিতের অবসরের কোনও প্রশ্নই নেই।

Advertisement

দীনেশের মতে, আরও অন্তত দু’বছর খেলতে দেখা যাবে ভারত অধিনায়ককে। আনন্দবাজার অনলাইনকে তিনি বললেন, “রোহিত ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত খেলবে। সিডনি টেস্টে না খেলার সিদ্ধান্ত ওর নিজের। ওকে বসিয়ে দেওয়া হয়নি। কোনও ক্রিকেটারের ফর্ম খারাপ যেতেই পারে। এই ম্যাচ না খেলার সিদ্ধান্ত মানেই এই নয় যে ও অবসর নিচ্ছে। আমি বিশ্বাস করি ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত রোহিত খেলবে।”

রোহিত দলের কথা ভেবেই সিডনিতে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন, এমনটাই জানিয়েছেন দীনেশ। তিনি বললেন, “এক জন বিশ্বকাপজয়ী অধিনায়ককে অন্য একটি ফরম্যাটে দলের বাইরে বসতে হচ্ছে। এই দৃশ্য ভারতীয় ক্রিকেটে আগে দেখা যায়নি। রোহিতের ক্ষেত্রে হয়েছে। তবে আমি জানি, এই সিদ্ধান্ত ওর নিজের। ও ক্রিকেটকে ভালবাসে। দলকে ভালবাসে। দলের কথা ভেবেই সিডনিতে খেলেনি। যে হেতু রানের মধ্যে নেই তাই অন্যদের সুযোগ করে দিয়েছে।”

অবসরের বিষয়ে যে তিনি কিছু ভাবছেন না তা জানিয়ে দিয়েছেন রোহিত নিজেও। সিডনিতে দ্বিতীয় দিন মধ্যাহ্নভোজের বিরতির সময় সম্প্রচারকারী চ্যানেলে ১৯ মিনিটের একটি সাক্ষাৎকার দেন রোহিত। সেখানে তিনি বলেন, “রান করতে পারছিলাম না। ব্যর্থ হলে তো মানতেই হবে। তাই দলের স্বার্থে না খেলার সিদ্ধান্ত নিয়েছি।’’ তিনি আরও বলেছেন, ‘‘অবসর নিইনি। শুধু এই ম্যাচটা না খেলার সিদ্ধান্ত নিয়েছি। রান করতে পারছিলাম না। আমাদের অনেক ব্যাটারই ভাল ফর্মে নেই। ম্যাচে প্রভাব পড়ছিল। অধিনায়ক হিসাবে দলের কথাই আগে ভাবি। কী করলে দলের লাভ ভাবি। সেই ভাবনা থেকেই সরে দাঁড়িয়েছি। অধিনায়ক হিসাবে ভাবি না, তিন মাস বা ছ’মাস পর কী হবে। বর্তমান পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিই। এটা দলগত খেলা। ব্যক্তিগত খেলা নয়। আমি নিজেই কোচ, নির্বাচকদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিয়েছি। কোথাও যাচ্ছি না। দলের সঙ্গেই আছি।’’ রোহিতের সুরেই কথা শোনা গেল তাঁর ছোটবেলার কোচের মুখে।

Advertisement
আরও পড়ুন