Mohammad Rizwan

ছন্দে নেই শাহিন, নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের আগে পেসার হলেন রিজ়ওয়ান!

ছন্দে নেই পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদি। বার বার রান দিচ্ছেন। অনায়াসে তাঁকে ছক্কা হাঁকাচ্ছেন কিউয়ি ব্যাটারেরা। এমন অবস্থায় এক দিনের সিরিজ়ের আগে পেস বল করতে দেখা গেল মহম্মদ রিজ়ওয়ানকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ মার্চ ২০২৫ ১৬:১৯
mohammad rizwan

মহম্মদ রিজ়ওয়ান। —ফাইল চিত্র।

টি-টোয়েন্টি সিরিজ়ে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ছন্দে নেই পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদি। বার বার রান দিচ্ছেন। অনায়াসে তাঁকে ছক্কা হাঁকাচ্ছেন কিউয়ি ব্যাটারেরা। এমন অবস্থায় এক দিনের সিরিজ়ের আগে পেস বল করতে দেখা গেল মহম্মদ রিজ়ওয়ানকে।

Advertisement

এক দিনের ক্রিকেটে পাকিস্তানের অধিনায়ক রিজ়ওয়ান। তাঁকে টি-টোয়েন্টি সিরিজ়ে খেলানো হয়নি। এক দিনের সিরিজ়ের আগে লাহোরে অনুশীলন শুরু করে দিয়েছেন রিজ়ওয়ান। ব্যাটিং এবং উইকেটরক্ষার অনুশীলনের সঙ্গে বোলিংও করলেন তিনি। পেস বল করলেন রিজ়ওয়ান। সেই ক্যাম্পে উপস্থিত ছিলেন বাবর আজম, নাসিম শাহ, ইমাম উল হক, তায়াব তাহির এবং ফাহিম আশরফ। দলের ক্রিকেটারদের উদ্বুদ্ধ করার চেষ্টাও করেন রিজ়ওয়ান।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল পাকিস্তান। সে দেশে প্রতিযোগিতা হলেও এত তাড়াতাড়ি বিদায় নেওয়ায় পাকিস্তানের ক্রিকেট নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। এর মধ্যে নিউ জ়িল্যান্ডে গিয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ে ০-২ পিছিয়ে গিয়েছে পাকিস্তান। তিন ম্যাচের এক দিনের সিরিজ় শুরু ২৯ মার্চ থেকে। প্রথম ম্যাচ নেপিয়ারে। পরের দু’টি ম্যাচ ২ এবং ৫ এপ্রিল।

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠতে না পারায় চাপ রয়েছে পাক অধিনায়ক রিজ়ওয়ানের উপর। একটি ম্যাচও জিততে পারেনি তারা। নিউ জ়িল্যান্ড এবং ভারতের বিরুদ্ধে হেরে গিয়েছিলেন রিজ়ওয়ানেরা। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচটি ভেস্তে যায় বৃষ্টির কারণে। এর পরেই নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে দলে নেওয়া হয়নি রিজ়ওয়ানকে। বাদ পড়েছিলেন বাবরও। এক দিনের সিরিজ়ে যদিও তাঁদের দলে ফেরানো হয়েছে। সেখানে রিজ়ওয়ান গ্লাভস খুলে বল করতে শুরু করবেন কি না তা জানা যায়নি।

Advertisement
আরও পড়ুন