Ben Duckett on Jasprit Bumrah

‘বুমরাহকে ভয় পাওয়ার কিছু নেই,’ টেস্ট সিরিজ়ের তিন মাস আগে বাগ্‌যুদ্ধ শুরু ইংরেজ ব্যাটারের

জুন মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ় খেলবে ভারত। তিন মাস আগে থেকেই বাগ্‌যুদ্ধ শুরু করে দিয়েছেন ইংরেজ ব্যাটার বেন ডাকেট।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ মার্চ ২০২৫ ১৫:৫০
cricket

জসপ্রীত বুমরাহ। —ফাইল চিত্র।

আইপিএলের পর আবার লাল বলের ক্রিকেটে ফিরবে ভারত। জুন মাসে ইংল্যান্ডের ঘরের মাঠে গিয়ে পাঁচ টেস্টের সিরিজ় খেলবে তারা। সেই সিরিজ়ের তিন মাস আগে থেকেই বাগ্‌যুদ্ধ শুরু করে দিয়েছেন ইংরেজ ব্যাটার বেন ডাকেট। তিনি জানিয়ে দিয়েছেন, জসপ্রীত বুমরাহকে ভয় পান না। ভারতীয় পেসারকে আলাদা করে গুরুত্ব দিতে নারাজ ডাকেট।

Advertisement

ইংল্যান্ডের হয়ে ওপেন করবেন ডাকেট। নতুন বলে বুমরাহের বিরুদ্ধে খেলতে হবে তাঁকে। এখন বিশ্বের সেরা পেসারদের তালিকায় রয়েছেন বুমরাহ। তিনটি ফরম্যাটেই সমান ভয়ঙ্কর তিনি। সেই বুমরাহের প্রসঙ্গে মুখ খুলেছেন ডাকেট। তিনি বলেন, “আমি আগেও পাঁচ টেস্টের সিরিজ়ে বুমরাহের বিরুদ্ধে খেলেছি। আমি জানি ও আমার বিরুদ্ধে কেমন বল করবে। আমি জানি ওর হাতে কী কী অস্ত্র আছে। তাই ওকে আলাদা করে ভয় পাওয়ার কিছু নেই।”

২০২৪ সালে ভারত সফরে এসেছিল ইংল্যান্ড। সেই সময় পাঁচ টেস্টের সিরিজ় খেলেছিল তারা। সেই সিরিজ়ের অভিজ্ঞতা তাঁর কাজে লাগবে বলে জানিয়েছে ডাকেট। তিনি বলেন, “বুমরাহের কাছে এমন কোনও অস্ত্র নেই যাতে আমি অবাক হব। ওর পাশাপাশি মহম্মদ শামিও সমান ভয়ঙ্কর। জানি, নতুন বলে ওরা একটু সমস্যায় ফেলবে। কিন্তু প্রথম স্পেল কাটিয়ে দিতে পারলেই রান করব।”

লাল বলের পাশাপাশি সাদা বলের ক্রিকেটেও ওপেনে নিজের জায়গা পাকা করেছেন ডাকেট। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভাল খেলেছেন তিনি। ইংল্যান্ডের হয়ে সর্বাধিক রান করেছেন। কিন্তু দল জিততে পারেনি। প্রতিযোগিতায় গ্রুপ পর্বে সব ক’টি ম্যাচ হেরে বিদায় নিতে হয়েছে তাদের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গত তিনটি পর্বে ফাইনালে উঠতে পারেনি ইংল্যান্ড। এখন দেখার পরের পর্বের শুরুটা ভারতের বিরুদ্ধে তারা কেমন করে।

Advertisement
আরও পড়ুন