কলকাতার সায়েন্স সিটি। ছবি: সংগৃহীত।
কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ কালচার স্বীকৃত এনসিএসএম (ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজ়িয়াম)-এর তরফে কর্মী নিয়োগ করা হবে। কলকাতার সায়েন্স সিটিতে রয়েছে কাজের সুযোগ। সম্প্রতি তাদের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
সায়েন্স কমিউনিকেটর নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। প্রথমে কাজের মেয়াদ এক বছরের, যদিও প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হতে পারে। শূন্যপদ আটটি। প্রতি মাসে ৩৫ হাজার টাকা বেতন দেওয়া হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফিজিক্স/ কেমিস্ট্রি/ বায়ো সায়েন্স বিষয়ে স্নাতকোত্তর হতে হবে। তবে ২০২২ সালের আগে কেউ স্নাতকোত্তর হলে আবেদন করা যাবে না। পাশাপাশি স্থানীয় ভাষা এবং হিন্দি অথবা ইংরেজি বিষয়ে দক্ষতা থাকা চাই।
আবেদন করবেন কী ভাবে?
প্রথমে কলকাতার সায়েন্স সিটির ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৩ এপ্রিল। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে কলকাতার সায়েন্স সিটির ওয়েবসাইটটি দেখুন।