T20 World Cup 2022

ঝড় আসছে! টি-টোয়েন্টি বিশ্বকাপে নামার আগে রোহিতদের হুঁশিয়ারি পাকিস্তানের শাহিনের

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর বোলিংয়েই ভারতের কোমর ভেঙে দিয়েছিল পাকিস্তান। অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ খেলতে নামার আগে রোহিত শর্মাদের হুঁশিয়ারি দিলেন সেই শাহিন শাহ আফ্রিদি।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২২ ১৫:১২
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভাল খেলতে মরিয়া শাহিন।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভাল খেলতে মরিয়া শাহিন। —ফাইল চিত্র

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর বিধ্বংসী বোলিংয়ে কোমর ভেঙে গিয়েছিল ভারতীয় ব্যাটিংয়ের। প্রথম ওভারেই রোহিত শর্মা ও লোকেশ রাহুলকে আউট করে ভারতকে বিশাল ধাক্কা দিয়েছিলেন তিনি। এ বারও টি-টোয়েন্টি বিশ্বকাপে নামার আগে রোহিতদের হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের জোরে বোলার শাহিন শাহ আফ্রিদি।

মুখে অবশ্য কিছু বলেননি শাহিন। নিজের একটি ছবি দিয়ে টুইট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘‘ঝড়ের আগের শান্ত অবস্থা।’’ তাঁর এই টুইট থেকে পরিষ্কার, বিশ্বকাপে পাকিস্তানের হয়ে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবেন তিনি।

Advertisement

চোটের কারণে এশিয়া কাপে শাহিনকে পায়নি পাকিস্তান। খেলতে না পারলেও দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরশাহিতে গিয়েছিলেন তিনি। সেখান থেকে অস্ত্রোপচারের জন্য ইংল্যান্ডে গিয়েছিলেন। অস্ত্রোপচার শেষে দেশে ফিরেছেন। কিন্তু এখনও পর্যন্ত মাঠে নামেননি। বিশ্বকাপের আগে তাঁকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড।

শাহিন না থাকায় এশিয়া কাপে কিছুটা দুর্বল দেখিয়েছে পাকিস্তানের বোলিংকে। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও দাপট দেখাতে পারেনি পাকিস্তানের বোলিং। বিশ্বকাপে যাতে সেটা না হয়, তার জন্য শাহিনকে নিজের সেরা ফর্মে চাইছে পাকিস্তান। তার আগাম আভাস কিন্তু আগেই দিয়ে রাখলেন শাহিন।

Advertisement
আরও পড়ুন