Asia Cup 2023

ভারতের কাছে ২২৮ রানে উড়ে রোহিতদেরই ধন্যবাদ পাকিস্তানের, বলল ‘দারুণ উপহার পেলাম’, কেন?

এশিয়া কাপে ভারতের কাছে ২২৮ রানে হেরেছে পাকিস্তান। রোহিত শর্মাদের কাছে রেকর্ড রানে হারের পরে তাঁদেরই ধন্যবাদ দিচ্ছেন পাকিস্তানের কোচ গ্রান্ট ব্র্যাডবার্ন। কেন এমন বলছেন তিনি?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৩ ১৬:১২
Babar Azam

বাবর আজ়ম। —ফাইল চিত্র

এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিরুদ্ধে রেকর্ড রানে হেরেছে পাকিস্তান। এই হারের পরে রোহিত শর্মাদেরই ধন্যবাদ দিচ্ছেন পাকিস্তানের প্রধান কোচ গ্রান্ট ব্র্যাডবার্ন। তাঁর মতে, এই হার দরকার ছিল। বিশ্বকাপের কাছে এই হার দলকে বড় ধাক্কা দিয়েছে। এই ধাক্কা থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে তাঁরা খেলতে নামবেন বলে জানিয়েছেন ব্র্যাডবার্ন।

Advertisement

বাবরদের কোচ বলেন, ‘‘ভারত আমাদের একটা ভাল উপহার দিয়েছে। তার জন্য আমরা কৃতজ্ঞ। বিশ্বের সেরা ক্রিকেটারদের সঙ্গে তো আমরা খুব বেশি খেলার সুযোগ পাই না। গত তিন মাসে একটা ম্যাচও আমরা হারিনি। তাই ক্রিকেটারদের মধ্যে একটা অতিরিক্ত আত্মবিশ্বাস তৈরি হয়েছিল। ওদের বুঝতে হবে, প্রত্যেকটা দিন সমান হয় না। পরিস্থিতি বুঝে খেলতে হবে।’’

ভারতের কাছে প্রত্যেকটি বিভাগে তাঁরা হেরেছেন বলে স্বীকার করে নিয়েছেন ব্র্যাডবার্ন। পাকিস্তানের প্রধান কোচ বলেন, ‘‘অজুহাত দেওয়ার কোনও জায়গা নেই। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং প্রতিটা বিভাগে ভারত আমাদের টেক্কা দিয়েছে। অনেক ভুল করেছি। সেগুলো শুধরে পরের ম্যাচে নামতে হবে। নইলে বিশ্বকাপে সমস্যায় পড়তে হতে পারে।’’

পাকিস্তানের বোলারদের পিটিয়ে ৩৫৬ রান করেছে ভারত। তার পরেও বোলারদের পাশে দাঁড়িয়েছেন কোচ। ব্র্যাডবার্ন বলেন, ‘‘গোটা বিশ্ব জানে আমাদের বোলিং আক্রমণ কতটা শক্তিশালী। একটা দিন খারাপ যেতেই পারে। কিন্তু ব্যাটিং আমাকে বেশি চিন্তায় ফেলছে। ব্যাটারদের আরও আত্মবিশ্বাস নিয়ে খেলতে হবে।’’

পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলি ও লোকেশ রাহুল শতরান করেছেন। রান পেয়েছেন রোহিত শর্মা ও শুভমন গিল। এই চার ব্যাটারের দাপটেই ৩৫৬ রান করেছে ভারত। পরে ব্যাট করতে নেমে ১২৮ রানে অল আউট হয়ে গিয়েছে পাকিস্তান। ৫ উইকেট নিয়েছেন কুলদীপ যাদব। ২২৮ রানে জিতেছে ভারত। এক দিনের ক্রিকেটে এটিই পাকিস্তানের বিরুদ্ধে সব থেকে বড় জয়।

Advertisement
আরও পড়ুন