Asia Cup 2023

সুপার ফোরের ম্য়াচে শ্রীলঙ্কাকে ৪১ রানে হারাল ভারত, রোহিতদের জয় এল কোন পথে?

পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পরের দিনই মাঠে রোহিত শর্মারা। মঙ্গলবার জিতলেই এশিয়া কাপের ফাইনালে পৌঁছে যাবে ভারত।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৩ ২৩:০৪
ভারতীয় ক্রিকেটারদের উল্লাস।

ভারতীয় ক্রিকেটারদের উল্লাস। —ফাইল চিত্র।

শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৩ ২২:৫৬ key status

আউট পাথিরানা

পাথিরানাকে (শূন্য) আউট করলেন কুলদীপ। শ্রীলঙ্কার ইনিংস শেষ হল ১৭২ রানে। ৪১ রানে জয়ী ভারত।

timer শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৩ ২২:৫৪ key status

আউট রাজিতা

রাজিতাকে (১) আউট করলেন কুলদীপ। শ্রীলঙ্কা ১৭২/৯।

Advertisement
timer শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৩ ২২:৪৯ key status

আউট থিকসানা

থিকসানাকে (২) আউট করলেন হার্দিক। শ্রীলঙ্কা ১৭১/৮।

timer শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৩ ২২:৩৩ key status

৬৩ রানের জুটি ভাঙলেন জাডেজা

অবশেষে রোহিতের মুখে হাসি ফোটালেন জাডেজা। ৪১ রান করে আউট ধনঞ্জয় ডি’সিলভা। ভারতের জিততে দরকার আর ৩ উইকেট। 

Advertisement
timer শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৩ ২১:৩৫ key status

আউট দাসুন শনাকা

৯ রান করে জাডেজার বলে আউট শ্রীলঙ্কার অধিনায়ক শনাকা। 

timer শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৩ ২১:১৪ key status

শ্রীলঙ্কার পঞ্চম উইকেটের পতন

নিজের দ্বিতীয় উইকেট নিলেন কুলদীপ। তাঁর বলে ২২ রান করে আউট চরিথ আসালঙ্ক। পঞ্চম উইকেট হারাল শ্রীলঙ্কা। 

Advertisement
timer শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৩ ২১:০৬ key status

শ্রীলঙ্কার চতুর্থ উইকেটের পতন

উইকেট নিলেন কুলদীপ যাদব। তাঁর বলে ১৭ রান করে ফিরলেন সমরবিক্রম। ৬৮ রানে ৪ উইকেট পড়ল শ্রীলঙ্কার। 

timer শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৩ ২০:৫৬ key status

১৫ ওভারে শ্রীলঙ্কার রান ৩ উইকেটে ৫৫

চরিথ আসালঙ্ক ১৫ ও সাদিরা সমরবিক্রম ১২ রান করে খেলছেন। 

timer শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৩ ২০:১৪ key status

আউট করুণারত্নে

করুণারত্নেকে (২) আউট করলেন সিরাজ। শ্রীলঙ্কা ২৫/৩।

timer শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৩ ২০:০৯ key status

আউট মেন্ডিস

মেন্ডিসকে (১৫) আউট করলেন বুমরা। শ্রীলঙ্কা ২৫/২।

timer শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৩ ২০:০৭ key status

৬ ওভারে শ্রীলঙ্কা ২১/১

ব্যাট করছেন করুণারত্নে (২) এবং মেন্ডিস (১১)

timer শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৪৯ key status

আউট পাথুম নিশঙ্ক

নিজের দ্বিতীয় ওভারেই উইকেট নিলেন যশপ্রীত বুমরা। আউট নিশঙ্ক। 

timer শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৩ ১৯:২৭ key status

শ্রীলঙ্কার সামনে লক্ষ্য ২১৪ রান

পাঁচ বল বাকি থাকতে অল আউট হয়ে গেল ভারত। ১০টি উইকেটই নিলেন শ্রীলঙ্কার স্পিনারেরা। 

timer শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৩ ১৯:১৪ key status

খেলা শুরু

বেশ কিছু ক্ষণ খেলা বন্ধ থাকার পরে আবার শুরু হয়েছে। 

timer শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৩ ১৮:২৫ key status

বৃষ্টিতে খেলা বন্ধ

ভারতের ইনিংসের শেষ দিকে শুরু হয়েছে বৃষ্টি। মাঠ কভারে ঢাকা রয়েছে। ফলে খেলা আপাতত বন্ধ রয়েছে। 

timer শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৩ ১৮:০১ key status

আউট যশপ্রীত বুমরা

৫ রান করে আসালঙ্কর বলে আউট বুমরা। ভারতের অষ্টম উইকেট পড়ল। 

timer শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৪৯ key status

আউট রবীন্দ্র জাডেজা

৪ রান করে আসালঙ্কের বলে আউট জাডেজা। ১৭৮ রানে ৭ উইকেট পড়ে গেল ভারতের। 

timer শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৪০ key status

ওয়েল্লালাগের পাঁচ উইকেট

স্পেলের শেষ বলে হার্দিক পাণ্ড্যকে আউট করলেন শ্রীলঙ্কার বাঁ হাতি স্পিনার। ১০ ওভারে ৪০ রান দিয়ে ৫ উইকেট নিলেন তিনি। ৫ রান করে আউট হলেন হার্দিক। ১৭২ রানে ভারতের ষষ্ঠ উইকেট পড়ল। 

timer শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৩০ key status

আউট ঈশান কিশন

৩৩ রান করে চরিথ আসালঙ্কর বলে আউট ঈশান। ভারতের অর্ধেক দল ফিরে গেল সাজঘরে। 

timer শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৩ ১৭:১২ key status

আউট রাহুল

রাহুলকেও (৩৯) আউট করলেন ওয়েল্লালাগে। ভারত ১৫৪/৪।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন