Pakistan Batter Unwanted Record

লজ্জার বিশ্বরেকর্ড পাকিস্তানের ব্যাটারের! পাক দলকে দুরমুশ করে সিরিজ় জিতল নিউ জ়িল্যান্ড

নিউ জ়িল্যান্ডের মাঠে ১-৪ সিরিজ় হারল পাকিস্তান। হারের ধাক্কার মাঝে লজ্জার বিশ্বরেকর্ড গড়লেন পাকিস্তানের ব্যাটার হাসান নওয়াজ়। সিরিজ়ের তিনটি ম্যাচে শূন্য রানে আউট হলেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৫ ১৮:১৩
cricket

আউট হয়ে ফিরছেন পাকিস্তানের হাসান নওয়াজ়। ছবি: সমাজমাধ্যম।

অভিজ্ঞদের বাদ দিয়ে তরুণদের নিয়ে দল গড়েছিল পাকিস্তান। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে সেই দলকে পাঠানো হয়েছিল। কিন্তু তারা দুরমুশ হল নিউ জ়িল্যান্ডের কাছে। ১-৪ সিরিজ় হারল পাকিস্তান। হারের ধাক্কার মাঝে লজ্জার বিশ্বরেকর্ড গড়লেন পাকিস্তানের ব্যাটার হাসান নওয়াজ়। সিরিজ়ের তিনটি ম্যাচে শূন্য রানে আউট হলেন তিনি।

Advertisement

পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে ওপেন করতে নেমে তিন বলে শূন্য রানে আউট হন হাসান। জেকব ডাফির বলে জেমস নিশামের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। লেগ সাইডে বল মারতে গিয়েছিলেন হাসান। কিন্তু আগেই ব্যাটের মুখ বেশি ঘুরিয়ে দেন তিনি। ব্যাটের কানায় লেগে বল স্লিপে যায়। ক্যাচ ধরেন নিশাম।

চলতি সিরিজ়ে তিনটি ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন পাকিস্তানের ওপেনার। তিনি প্রথম ক্রিকেটার, যিনি আইসিসির কোনও পূর্ণ সদস্য দেশের হয়ে একটি দ্বিপাক্ষিক টি২০ সিরিজ়ে তিন বার শূন্য রানে আউট হয়েছেন। সব মিলিয়ে ১২ জন ব্যাটার একটি দ্বিপাক্ষিক সিরিজ়ে তিন বার শূন্য রানে আউট হয়েছেন। কিন্তু তাঁরা কেউ আইসিসির পূর্ণ সদস্য দেশের নন।

একটি দ্বিপাক্ষিক সিরিজ়ে একের বেশি বার শূন্য রানে আউট হওয়ার নজির পাকিস্তানের ন’জন ব্যাটারের রয়েছে। শাহজ়াইব হাসান, উমর গুল, মহম্মদ হাফিজ়, ফাহিম আশরফ, উমর আকমল, নাসিম শাহ, সাইম আয়ুব, আবদুল্লা শফিক ও মহম্মদ রিজ়ওয়ান একটি দ্বিপাক্ষিক সিরিজ়ে দু’বার শূন্য রানে আউট হয়েছেন। তাঁদের সকলকে ছাপিয়ে গিয়েছেন হাসান। তবে যে একমাত্র ম্যাচ পাকিস্তান জিতেছে সেখানে আবার শতরান করেছেন তিনি।

প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৮ রান করে পাকিস্তান। তাদের হয়ে মাত্র তিন জন দু’অঙ্কের রান করেছেন। সর্বাধিক ৫১ রান করেন অধিনায়ক সলমন আলি আঘা। শেষ দিকে শাদাব খান ২৮ রান না করলে ১০০ পার করতে সমস্যা হত তাদের। নিউ জ়িল্যান্ডের বোলারদের মধ্যে নিশাম চার ওভারে ২২ রান দিয়ে ৫ উইকেট নেন। জবাবে ১০ ওভারে রান তুলে নেয় নিউ জ়িল্যান্ড। ৮ উইকেটে জেতে তারা। নিউ জ়িল্যান্ডের ওপেনার টিম সেইফার্ট ৩৮ বলে ৯৭ রান করে অপরাজিত থাকেন।

Advertisement
আরও পড়ুন