PCB on Jay Shah

সরকারি হুমকি পাকিস্তানের, বাবরদের বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা ক্রমশ বাড়ছে

এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাওয়া নিয়ে জয় শাহের মন্তব্যের পাল্টা বিবৃতি দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। সরকারি ভাবে তারা জানাল, ভারত না গেলে তারাও ভারতে বিশ্বকাপ খেলতে না-ও আসতে পারে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২২ ১৫:৪৪
সামনের বছর এক দিনের বিশ্বকাপে কি এই ছবি দেখা যাবে না?

সামনের বছর এক দিনের বিশ্বকাপে কি এই ছবি দেখা যাবে না? —ফাইল চিত্র

সামনের বছর পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যাওয়া নিয়ে জয় শাহের মন্তব্য যে তাঁরা ভাল ভাবে নিচ্ছেন না, তা আগেই জানিয়ে দিয়েছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজা। এ বার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিবৃতি দিয়ে জানিয়ে দিল, ভারত পাকিস্তানে খেলতে না গেলে তার ফল খারাপ হবে। সে ক্ষেত্রে ২০২৩ সালে ভারতে বিশ্বকাপ খেলতে না-ও আসতে পারে পাকিস্তান।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিবৃতিতে জানানো হয়েছে, জয়ের মন্তব্য শুধু ভারত-পাকিস্তান নয়, এশিয়ার বিভিন্ন দেশের মধ্যেকার সম্পর্কে প্রভাব ফেলতে পারে। বিবৃতিতে বলা হয়েছে, ‘‘এই মন্তব্যে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অধীনে থাকা দেশগুলির মধ্যে ভাঙন ধরতে পারে। ভারত যদি এশিয়া কাপ খেলতে না আসে তা হলে ২০২৩ সালে ভারতে এক দিনের বিশ্বকাপ ও ২০২৪ থেকে ২০৩১ সালের মধ্যে ভারতে হতে চলা আইসিসি প্রতিযোগিতাতে পাকিস্তান না-ও যেতে পারে।’’

Advertisement

পিসিবি আরও জানিয়েছে, ‘‘এশিয়ান ক্রিকেট কাউন্সিল বা পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে কোনও রকম আলোচনা না করেই ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তা এই মন্তব্য করেছেন। এর যে সুদূরপ্রসারী প্রভাব হতে পারে সে বিষয়ে চিন্তা করেননি তিনি।’’

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বেশির ভাগ সদস্য দেশের সমর্থন পাওয়ার পরেই তাঁরা এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পেয়েছেন বলে জানিয়েছে পিসিবি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় নিজেই। পিসিবি জানিয়েছে, ‘‘এশিয়ান ক্রিকেট কাউন্সিলের যে বৈঠকে পাকিস্তান এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পেয়েছিল সেই বৈঠকে সভাপতিত্ব করার পরেও জয়ের এই মন্তব্য দায়িত্বজ্ঞানহীন। যে আদর্শ নিয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিল তৈরি করা হয়েছিল, সেই আদর্শের পরিপন্থী এই মন্তব্য।’’

এই পরিস্থিতিতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে হস্তক্ষেপ করার আবেদন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তারা বলেছে, ‘‘এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে অনুরোধ করছি একটি বৈঠক ডাকার। সেখানে এই বিষয়ে আলোচনা করে একটি সিদ্ধান্ত নিতে হবে।’’

মঙ্গলবার এশিয়া কাপ নিয়ে জয় বলেছেন, ‘‘আমরা পাকিস্তানে খেলতে যাব না। বরং এশিয়া কাপ নিরপেক্ষ দেশে হতে পারে। পাকিস্তানে দল যাবে কি না সেই সিদ্ধান্ত সরকার নেয়। সেটা নিয়ে আমরা কোনও মন্তব্য করব না। ২০২৩ সালের এশিয়া কাপ নিরপেক্ষ দেশে হবে।’’ তাঁর এই মন্তব্যে ক্ষোভ তৈরি হয়েছে পাকিস্তানের ক্রিকেট মহলে।

Advertisement
আরও পড়ুন