T20 World Cup 2022

ভুঁড়ি বাগিয়ে খেলবে কী ভাবে? ভারতের বিরুদ্ধে নামার আগে বাবরদের খোঁচা প্রাক্তনের

পাকিস্তানের ক্রিকেটারদের ফিল্ডিং নিয়ে খুশি নন দলের প্রাক্তন অধিনায়ক। তাঁর প্রশ্ন, এ ভাবে ভুঁড়ি বাগিয়ে মাঠে কী ভাবে দৌড়বেন পাক ক্রিকেটাররা? বাবরদের সতর্ক করেছেন তিনি।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২২ ১৫:২৫
ভারতের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবেন বাবররা।

ভারতের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবেন বাবররা। —ফাইল চিত্র

ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে নামার আগে দেশের প্রাক্তন অধিনায়কের কটাক্ষের মুখে পড়লেন বাবর আজমরা। পাকিস্তানের ক্রিকেটারদের ফিটনেস নিয়ে প্রশ্ন তুললেন মিসবা উল হক। তাঁর প্রশ্ন, এই ফিটনেস নিয়ে মাঠে পাকিস্তানের ক্রিকেটাররা দৌড়বে কী ভাবে?

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে খুব খারাপ ফিল্ডিং করেছে পাকিস্তান। বেশ কয়েকটি ক্যাচ ছেড়েছে তারা। ফলে ইংল্যান্ড সহজেই ম্যাচ জিতেছে। বাবরদের ফিটনেসে খুশি নন মিসবা। তিনি বলেছেন, ‘‘ফিটনেসে কতটা সমস্যা রয়েছে সেটা বোঝাই যাচ্ছে। ওয়াকার ইউনিস চার বার কোচের পদ ছেড়েছে। আমি, শোয়েব মালিক বা ইউনিস খান যখন অধিনায়ক ছিলাম তখন অনেক বার ফিটনেসে উন্নতি করার চেষ্টা করেছি। কিন্তু পাকিস্তান ক্রিকেটে যারা ফিল্ডিংয়ে উন্নতি করার চেষ্টা করবে তাদের দল থেকে সরিয়ে দেওয়া হবে।’’

Advertisement

ভারতের বিরুদ্ধে নামার আগে বাবরদের সতর্ক করেছেন মিসবা। তিনি বলেছেন, ‘‘ওদের ভুঁড়ি দেখা যাচ্ছে। শরীরের নীচের দিক ভারী হয়ে গিয়েছে। এ ভাবে ভুঁড়ি বাগিয়ে মাঠে দৌড়বে কী করে? এর একমাত্র কারণ, দলে ভাল করে ফিটনেস পরীক্ষার কোনও ব্যবস্থা নেই।’’

পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে ফিটনেসে সামান্যতম নজর দেওয়া হয় না বলে অভিযোগ মিসবার। তিনি বলেছেন, ‘‘ঘরোয়া ক্রিকেটে ফিটনেস টেস্ট একটা মস্করা হয়ে দাঁড়িয়েছে। আমরা বার বার বলেছি, আন্তর্জাতিক ক্রিকেটের মতো ঘরোয়া ক্রিকেটেও ফিটনেসের দিকে নজর দেওয়া উচিত। কিন্তু আমাদের কথা কেউ শোনেনি। তার ফল ভুগতে হচ্ছে।’’

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ক্যাচ ফস্কানোর জন্যই অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল পাকিস্তানকে। বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন বাবররা। এ বারও পাকিস্তানের ফিল্ডিং নিয়ে চিন্তায় মিসবা।

Advertisement
আরও পড়ুন