Indian Cricket team

‘ভারতের মতো কোটি কোটি টাকার দলকেও বাবররা বার বার হারাচ্ছে!’ কেন বললেন পাক নির্বাচক

এশিয়া কাপের পর নানা বিতর্কে জর্জরিত পাকিস্তানের ক্রিকেট। সমালোচনা থেকে রেহাই পাচ্ছেন না নির্বাচকরা। সেই সমালোচনার জবাবে ভারতীয় দলকে কটাক্ষ করে বসলেন পাকিস্তানের প্রধান নির্বাচক।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২২ ১১:৫৪
রোহিতদের কটাক্ষ করে বাবরদের পাশে পাকিস্তানের প্রধান নির্বাচক।

রোহিতদের কটাক্ষ করে বাবরদের পাশে পাকিস্তানের প্রধান নির্বাচক। ফাইল ছবি।

এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার কাছে হারের পর থেকেই সমালোচনায় বিদ্ধ পাকিস্তান ক্রিকেট দল। বাবর আজমদের সমালোচনার পাশাপাশি দল নির্বাচন নিয়েও প্রশ্ন উঠেছে। জাতীয় নির্বাচকদের কটাক্ষ করেছেন শোয়েব আখতারের মতো প্রাক্তনও। সমালোচনার জবাবে ভারতীয় দলকে কটাক্ষ করে বসলেন পাকিস্তানের প্রধান নির্বাচক মহম্মদ ওয়াসিম।

ভারতীয় দলের বিরুদ্ধে পাকিস্তানের সাম্প্রতিক সাফল্যকে তুলে ধরে রোহিত শর্মা, বিরাট কোহলীদের খোঁচা দিয়েছেন ওয়াসিম। সেই প্রসঙ্গ টেনে ওয়াসিম বলেছেন, ‘‘ভারত তো কোটি কোটি টাকার দল। তা-ও গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ হোক বা এ বারের এশিয়া কাপে আমরা দেখিয়ে দিয়েছি দল হিসাবে কী করতে পারি। দলের উপর আমার সম্পূর্ণ আস্থা রয়েছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও আমাদের ছেলেরা ক্রিকেটপ্রেমীদের একই রকম আনন্দ দেবে।’’ উল্লেখ্য ২৩ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ।

Advertisement

পাকিস্তানের প্রধান নির্বাচক আরও বলেছেন, ‘‘আমার তো মনে হয় একটু ইতিবাচক ভাবে দেখা উচিত সকলের। গত বার টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছি আমরা। এ বার এশিয়া কাপের ফাইনালেও উঠেছি। মাত্র দু’টো ম্যাচে খারাপ ফলে জন্য এ ভাবে দলের সমালোচনা করা ঠিক নয়। দলে পরিবর্তনের দাবিও যুক্তিসঙ্গত নয়।’’

উল্লেখ্য, গত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে হেরেছিল ভারত। আইসিসির কোনও প্রতিযোগিতায় সেটাই ছিল ভারতের বিরুদ্ধে পাকিস্তানের প্রথম জয়। এ বার এশিয়া কাপে গ্রুপের ম্যাচে ভারতের কাছে হারতে হলেও, সুপার ফোর পর্বে রোহিতদের হারিয়েছেন বাবররা।

বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সাতটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবেন বাবররা। এশিয়া কাপের ব্যর্থতার পর এই সিরিজে তাঁদের পারফরম্যান্সের দিকে নজর থাকবে পাকিস্তানের প্রাক্তনদের।

আরও পড়ুন
Advertisement