ICC Champions Trophy 2025

কোনও অজুহাত নয়, পাক অধিনায়ক রিজ়ওয়ান মেনে নিলেন দলে পেশাদারিত্বের অভাব

বোলারেরা তো উইকেট নিতে পারেনইনি, ব্যাটারেরাও রান করতে পারেননি। সেই সঙ্গে ভুগতে হয়েছে চোট নিয়েও। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিয়ে পাক অধিনায়ক মহম্মদ রিজ়ওয়ান দলের পেশাদারিত্ব নিয়েও প্রশ্ন তুলে দিলেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৪০
mohammad rizwan

মহম্মদ রিজ়ওয়ান। —ফাইল চিত্র।

এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে দু’টি ম্যাচ খেলেছে পাকিস্তান। সেই দুই ম্যাচেই দলের খারাপ অবস্থা প্রকাশ পেয়েছে। বোলারেরা তো উইকেট নিতে পারেনইনি, ব্যাটারেরাও রান করতে পারেননি। সেই সঙ্গে ভুগতে হয়েছে চোট নিয়েও। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিয়ে পাক অধিনায়ক মহম্মদ রিজ়ওয়ান দলের পেশাদারিত্ব নিয়েও প্রশ্ন তুলে দিলেন।

Advertisement

রাওয়ালপিণ্ডিতে বৃহস্পতিবার বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ ছিল। কিন্তু বৃষ্টির কারণে সেই ম্যাচ বাতিল হয়ে যায়। সেই সময় পাকিস্তানের সাজঘরে বেশ কিছু ক্রিকেটারকে যে ভাবে হাসতে হাসতে ঘুরতে দেখা গেল, তাতে মনে হবে বৃষ্টিতে খেলা না হওয়ায় বোধ হয় লাভ হল পাক দলের। পরিস্থিতি যদিও সম্পূর্ণ আলাদা। বৃহস্পতিবারের ম্যাচের আগেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। কিছু খেলোয়াড়দের দেখে যদিও সেটা বোঝা মুশকিল। ম্যাচ বাতিল হওয়ার পর রিজ়ওয়ান হতাশা গোপন করেননি। তিনি বলেন, “আমরা যদি উন্নতি করতে চাই, তা হলে নিজেদের খেলার মান আরও ভাল করতে হবে। আমাদের পরিস্থিতি সম্পর্কে আরও বেশি সজাগ থাকতে হবে, সঙ্গে প্রয়োজন পেশাদারিত্ব।”

GFX

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

ভারতের বিরুদ্ধে পাকিস্তান প্রথমে ব্যাট করে। কিন্তু ২৪১ রানের বেশি করতে পারেনি। বিরাট কোহলির শতরানে ভর করে অনায়াসে ম্যাচ জিতে নেয় ভারত। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথমে বল করে পাকিস্তান। নিউ জ়িল্যান্ড ৩২০ রান করেছিল। সেই রান তাড়া করতে নেমে পাকিস্তান শেষ হয়ে যায় ২৬০ রানে। রিজ়ওয়ান বলেন, “আমরা দেশের মানুষের সামনে ভাল খেলতে চেয়েছিলাম। আমাদের নিয়ে প্রত্যাশা ছিল। আমরা পারিনি। খুবই হতাশ আমরা সকলে। ভুল থেকে শিক্ষা নিতে হয়। শেষ কয়েকটা ম্যাচে আমরা ভুল করেছি। আশা করব সেখান থেকে শিক্ষা নিতে পারব।”

বার বার প্রশ্ন উঠছে পাকিস্তানের ক্রিকেটারদের মান নিয়ে। ধারাভাষ্যকার রামিজ় রাজা বৃহস্পতিবার রিজ়ওয়ানকে জিজ্ঞেস করেন পাক দলের বেঞ্চের শক্তি নিয়ে। হেসে ফেলেন পাকিস্তানের অধিনায়ক। তিনি বলেন, “খুব কঠিন প্রশ্ন। পাকিস্তানের বেঞ্চের শক্তি! পাকিস্তান কাপে পাঁচটি দল রয়েছে। দেখা যাক কেমন খেলে। বিভিন্ন জায়গায় উন্নতি করতে হবে আমাদের। আমরা সকলে খুব হতাশ। ফখর জমান, সৈয়ম আয়ুবের চোট দলের ভারসাম্য নষ্ট করেছে। আশা করি আগামী দিনে আমরা ভাল খেলব।”

হতাশ বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। তিনি বলেন, “আমি খুবই হতাশ। এই ম্যাচটা খেলতে চেয়েছিলাম। কিন্তু আবহাওয়া তো আমাদের হাতে নেই। আশা করি নিজেদের ভুলগুলো থেকে আমরা শিক্ষা নেব। আগামী দিনে পরিকল্পনা অনুযায়ী খেলতে পারব। আমাদের পেস বোলিং নিয়ে সমস্যা ছিল। শেষ কিছু বছরে আমরা কয়েক জন ভাল পেসার পেয়েছি। দেশে বেশ কিছু ভাল পেসার রয়েছে। এখানে আমাদের সঙ্গে তাসকিন আহমেদ, নাহিদ রানা রয়েছে। মুস্তাফিজুর রহমান তো আছেই। আশা করব আগামী দিনে তারা ভাল বল করবে। নেটে ব্যাটারদের আরও পরিশ্রম করতে হবে। সিঙ্গলস নিতে হবে। দলের ব্যাটারদের এগুলো বুঝতে হবে।”

Advertisement
আরও পড়ুন