Mitchell Starc

কেন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নাম তুলে নিয়েছিলেন? ১৫ দিন পরে আসল কারণ জানালেন স্টার্ক

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই নাম তুলে নিয়েছিলেন মিচেল স্টার্ক। প্রথমে জানানো হয়েছিল তিনি ব্যক্তিগত কারণে নাম তুলে নিয়েছেন। সেই ঘোষণার ১৫ দিন পরে আসল কারণ প্রকাশ্যে এনেছেন স্টার্ক। কী বলেছেন?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৫০
cricket

মিচেল স্টার্ক। — ফাইল চিত্র।

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই নাম তুলে নিয়েছিলেন মিচেল স্টার্ক। প্রথমে জানানো হয়েছিল তিনি ব্যক্তিগত কারণে নাম তুলে নিয়েছেন। সেই ঘোষণার ১৫ দিন এবং প্রতিযোগিতা শুরুর আট দিন পরে আসল কারণ প্রকাশ্যে এনেছেন স্টার্ক। জানিয়েছেন, গোড়ালির চোটের কারণেই নাম তুলতে বাধ্য হয়েছেন।

Advertisement

চোটের কারণে অস্ট্রেলিয়া দল থেকে আগেই ছিটকে গিয়েছিলেন অধিনায়ক প্যাট কামিন্স (গোড়ালি), পেসার জশ হেজ্লউড (কোমর), অলরাউন্ডার মিচেল মার্শ। এ ছাড়া আচমকা অবসর নিয়ে নির্বাচকদের বিপদে ফেলে দিয়েছিলেন মার্কাস স্টোইনিসও। পরে নাম তুলে নিয়েছিলেন স্টার্কও।

একটি পডকাস্টে কথা বলতে গিয়ে স্টার্ক বলেছেন, “অনেক রকম কারণ রয়েছে। ব্যক্তিগত মতামতও রয়েছে। ভারতের বিরুদ্ধে গোটা সিরিজ়েই গোড়ালিতে ব্যথা নিয়ে খেলেছিলাম। তাই গোড়ালি ঠিক করা খুবই দরকার ছিল। তা ছাড়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং ওয়েস্ট ইন্ডিজ়‌ সফর রয়েছে সামনে। আইপিএলেও খেলতে হবে। তবে সবার আগে আমার মাথায় বিশ্ব টেস্ট ফাইনাল রয়েছে। তার আগে শরীর ঠিক করতে হবে। পরের দু’মাসে বেশ কিছুটা ক্রিকেট খেলতে হবে এবং তার পরে ফাইনালের প্রস্তুতি নিতে হবে।”

বিশ্ব টেস্ট ফাইনাল নিয়ে বেশ উত্তেজিত স্টার্ক। আরও এক বার ফাইনাল খেলতে পারবেন বলে ফুটছেন তিনি। গত বার ভারতকে হারিয়ে ট্রফি জিতেছিলেন তাঁরা। এ বার সামনে দক্ষিণ আফ্রিকা।

স্টার্কের কথায়, “বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার পর ভেবেছিলাম এটা আর এমন কী ব্যাপার। কিন্তু সামনে এসেও ফাইনাল খেলতে না পারা এবং টিভিতে খেলা দেখার পর মনে হয়েছিল, আমাদেরও ফাইনাল খেলতে হবে। এই নিয়ে টানা দু’বার ট্রফি জেতার সামনে আমরা। ভেবেই উত্তেজিত লাগছে।”

Advertisement
আরও পড়ুন