Babar Azam

T20 World Cup 2021: নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে পাকিস্তানের আইপিএল-কে কৃতিত্ব দিলেন ম্যাচের সেরা রউফ

ম্যাচের শেষে বোলারদেরই কৃতিত্ব দিলেন পাক অধিনায়ক। ম্যাচের সেরা হয়ে হ্যারিস রউফ কৃতিত্ব দিলেন পাকিস্তান সুপার লিগকে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২১ ২৩:৫০
ম্যাচের সেরা হয়ে হ্যারিস রউফ।

ম্যাচের সেরা হয়ে হ্যারিস রউফ। —ফাইল চিত্র

ভারতের পর নিউজিল্যান্ডকেও হারিয়ে দিল পাকিস্তান। পর পর দুই ম্যাচেই বোলারদের দাপট। নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠিয়ে মাত্র ১৩৪ রানে আটকে রাখেন বাবর আজমরা। ম্যাচের শেষে বোলারদেরই কৃতিত্ব দিলেন পাক অধিনায়ক। ম্যাচের সেরা হয়ে হ্যারিস রউফ কৃতিত্ব দিলেন পাকিস্তান সুপার লিগকে।

ম্যাচ শেষে বাবর বলেন, “জিততে সব সময়ই ভাল লাগে। বাকি প্রতিযোগিতায় আরও আত্মবিশ্বাসী হয়ে উঠব আমরা। যে ভাবে বোলাররা বল করল, শাহিন (আফ্রিদি) এবং হ্যারিস (রউফ) দুর্দান্ত বল করল। আমার মনে হয় ওদের আমরা ১০ রান বেশি দিয়েছি। তবে এটা ক্রিকেট, এখানে এমন হতেই পারে। প্রতিটা ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। আমরা ম্যাচ ধরে এগোতে চাই। সব বিভাগে ভাল খেলাই আমাদের লক্ষ্য।”

নিউজিল্যান্ডের বিরুদ্ধে চার উইকেট নিয়ে ম্যাচের সেরা হ্যারিস। তিনি বলেন, “ঈশ্বরকে ধন্যবাদ। খুব ভাল ফিল্ডিং করে বোলারদের সাহায্য করেছে সকলে। সমর্থকরা গোটা ম্যাচে উৎসাহ দিয়ে আমাদের জিততে সাহায্য করেছে। আমি এখানে দু’বছর ধরে খেলছি। একে অপরকে সাহায্য করেছি, পরিকল্পনা করেছি। এটা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। মার্টিন গাপ্টিলের উইকেটটা খুব গুরুত্বপূর্ণ ছিল। একটা সময় ওরা ম্যাচের রাশ কেড়ে নেওয়ার চেষ্টা করছিল।” জয়ের জন্য পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দার্সকে কৃতিত্ব দিলেন হ্যারিস। বলেন, ‘‘ওদের জন্যই আজ আমি এখানে পৌঁছতে পেরেছি।’’

Advertisement

টি২০ বিশ্বকাপের প্রথম ম্যাচেই হার নিউজিল্যান্ডের। কেন উইলিয়ামসন বলেন, “খুব হতাশ। শেষের দিকে নিজেদের দিকে খেলা ঘোরাতে পারলাম না। তবে যোগ্য দলের বিরুদ্ধেই হেরেছি আমরা। খুব শক্তিশালী পাকিস্তান দল এটা। নজর রাখতেই হবে এদের দিকে। খুব কম ব্যবধানে হারলাম আমরা। এই হার ভুলে পরবর্তী ম্যাচের জন্য তৈরি হতে হবে আমাদের।”

নিউজিল্যান্ডের পরের ম্যাচ ভারতের বিরুদ্ধে। ৩১ অগস্ট বিরাট কোহলীদের বিরুদ্ধে খেলতে নামবেন উইলিয়ামসনরা। পাকিস্তানের পরের ম্যাচ আফগানিস্তানের বিরুদ্ধে। ২৯ অগস্ট খেলবেন বাবররা।

আরও পড়ুন
Advertisement